ইউনাইটেড হসপিটালে মৃগীরোগের আধুনিক চিকিৎসা শীর্ষক অনলাইন ওয়েবিনার অনুষ্ঠিত

ইউনাইটেড হসপিটালে মৃগীরোগের আধুনিক চিকিৎসা শীর্ষক অনলাইন ওয়েবিনার অনুষ্ঠিত

ডেস্ক নিউজ।।

করোনাকালীন সময়কে বিবেচনা করে, ২৯ জুলাই, ২০২১ ইং (বৃহস্পতিবার) ইউনাইটেড হসপিটালের ফেসবুক পেইজে মৃগীরোগের আধুনিক চিকিৎসা শীর্ষক অনলাইন ওয়েবিনার অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠিনে দর্শকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন ইউনাইটেড হসপিটালের নিউরোলজি ডিপার্টমেন্টের সিনিয়র কন্সালটেন্ট ডাঃ আলিম আক্তার ভুঁইয়া এবং সঞ্চালনায় ছিলেন সিনিয়র হাউস অফিসার ডাঃ ফারজানা হক।

এ সময় ডাঃ আলিম আক্তার ভুঁইয়া বলেন, হেড-ব্রেইন ইনফেকশন, বার্থ ইনজুরি, এক্সিডেন্ট পরবর্তী সময়, ক্যালসিয়াম-ম্যাগনেসিয়াম, সোডিয়াম, ইলেক্ট্রোলাইট ইনব্যালেন্স, লিভার, কিডনিজনিত সমস্যা, স্ট্রোক, টিউমার ইত্যাদি কারণে এপিলেপসি বা মৃগীরোগ হতে পারে।

আবার অনেক সময় কোন কারণ ছাড়াও এপিলেপসি বা মৃগীরোগ হতে পারে। পৃথিবীতে প্রায় ৬ কোটির বেশি এপিলেপসি বা মৃগীরোগী রয়েছে।

উন্নয়নশীল দেশেই যার সংখ্যা বেশি। তবে নিয়মিত ডাক্তারের পরামর্শ নিলে এবং নিয়মতান্ত্রিক জীবনযাপন করলে এপিলেপসি বা মৃগীরোগ নিরাময় সম্ভব।

এ সময় ওয়েবিনারে করোনাকালীন সতর্কতা ও ভ্যাকসিনের গুরুত্ব নিয়েও আলোচনা করা হয়।

আরো পড়ুনঃ