উৎসবমুখর ভোট চলছে কুমিল্লার দুই পৌরসভায় চৌদ্দগ্রাম ও বরুড়া।

উৎসবমুখর ভোট চলছে কুমিল্লার দুই পৌরসভায় চৌদ্দগ্রাম ও বরুড়া

নেকবর হোসেন।।

কুমিল্লার সকাল থেকেই কেন্দ্রে কেন্দ্রে ভোটারদের ব্যাপক উপস্থিতে উৎসবমুখর ভোট চলছে চৌদ্দগ্রাম ও বরুড়া পৌরসভায়।

শনিবার (৩০ জানুয়ারি) সকাল ৮টায় শুরু হওয়া এই ভোটগ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত।
সকাল থেকেই দু’টি পৌরসভার বিভিন্ন কেন্দ্রে ঘুরে দেখা গেছে নারী-পুরুষ ভোটাররা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে ভোটাধিকার প্রয়োগ করছেন।

সকাল ১০ টায় চৌদ্দগ্রাম পৌরসভার ২ নং ওয়াার্ডের পাঁচড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে গিয়ে দেখা যায়, ভোটকে ঘিরে উৎসবমুখর পরিবেশের চিত্র। ভোটার লাইনে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে ভোটাররা। সুশৃঙ্খলভাবে একজন একজন করে ভোট দিয়ে বের হয়ে আসছে তারা।

কেন্দ্রে কথা হয় ষাটোর্ধ আফজল হোসেনের সাথে। তিনি বলেন, ‘গত ৫০ বছরেও এত সুন্দর ভোট হয়নি। শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিতে পেরে ভালো লেগেছে।’ এছাড়াও পৌরসভার অন্যান্য কেন্দ্রগুলোতেও একই চিত্র দেখা গেছে। ভোট শুরুর প্রথম দুই ঘণ্টায় কোথাও কোনো গোলযোগের তথ্য পাওয়া যায়নি।

প্রতিটি কেন্দ্রেই আইনশৃঙ্খলবাহিনীর পর্যাপ্ত তৎপরতা লক্ষ্য করা গেছে। পাঁচড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিজাইডিং অফিসার জানান, এই কেন্দ্রে ভোটার সংখ্যা ২৪০৩। ভোটার উপস্থিতি সরব। আইশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে।

আরো পড়ুনঃ