ওমর শারিদ বিধানঃ
কুমিল্লা নগরীর সংরাইশ সরকারী শিশু পরিবারে এতিম শিক্ষার্থীদের নিয়ে ইফতারের আয়োজন করলেন কুমিল্লা শহর ছাত্রলীগের সাবেক সভাপতি ও সিটিভি নিউজ ২৪ এর সম্পাদক মন্ডলীর উপদেষ্টা, টার্গেট গ্রুপের চেয়ারম্যান কাজী শারমিন আওয়াল পারভেজ বাপ্পী। আজ ২১ এপ্রিল বুধবার তার মায়ের ১০ম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে সংরাইশ শিশু(মেয়ে) পরিবারের প্রায় ১০০জন শিশুদের নিয়ে ইফতারের আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন সংরাইশ শিশু পরিবারের উপ তত্ত্বাবধায়ক শরিফুন্নাহার মনি, সিটিভি নিউজ ২৪ এর সম্পাদক ও প্রকাশক ওমর ফারুকী তাপস, শিশু পরিবারের অফিস সহকারী মোঃ মহসিন সহ অন্যান্যরা।
এছাড়াও একই দিনে বাপ্পী নগরীর আরো কয়েকটি মাদ্রাসা ও এতিমখানায় এই আয়োজন করেন। তিনি প্রায়ই তার মায়ের স্মরণে বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানার শিশুদের নিয়ে এধরনের আয়োজন করে থাকেন।