ওমর শারিদ বিধানঃ
এন.আর.বি কমার্শিয়াল ব্যাংক লিমিটেড চান্দিনা শাখার উদ্যোগে খেটে খাওয়া,দরিদ্র ও অসহায়, মানুষদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। আজ ১৯জানুয়ারী মঙ্গলবার সকালে এন.আর.বি কমার্শিয়াল ব্যাংক, চান্দিনা শাখায় এই শীতবস্ত্র বিতরণ করেন চান্দিনা পৌরসভার সদ্য সাবেক মেয়র মফিজুল ইসলাম, এনআরবি ব্যাংকের শাখা ব্যবস্থাপক মোঃ কামরুল হাসান (ফাস্ট এসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট) সহ ব্যাংকের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীগণ।