কালাডুমুর নদে সরকারি উদ্যোগে মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচী

কালাডুমুর নদে সরকারি উদ্যোগে মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচী

হালিম সৈকত , কুমিল্লা।।

৯ সেপ্টেম্বর দুপুরে কুমিল্লার দাউদকান্দি উপজেলার কালাডুমুর নদে মতিন সৈকতের উদ্যোগে সরকারি বরাদ্দে বিভিন্ন প্রজাতির ৪০ কেজি মাছের পোনা ছাড়া হয়। উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামরুল ইসলাম খান সিনিয়র উপজেলা মৎস্য অফিসার সাবিনা ইয়াসমিন দুই বার বঙ্গবন্ধু জাতীয় কৃষি পদক প্রাপ্ত পরিবেশ সমাজ উন্নয়ন সংগঠক এবং কালাডুমুর নদ সংরক্ষন আন্দোলনকারী মতিন সৈকতের আবেদনের পরিপ্রেক্ষিতে কালাডুমুর নদে মাছের পোনা অবমুক্ত করার ব্যাবস্হা করে দেন।

কালাডুমুর নদের আদমপুর অংশে মতিন সৈকতের হাতে এ সময় সরকারি খরচে মাছের পোনা পৌঁছে দেন মৎস্য অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তারা। তাদেরকে নিয়ে মতিন সৈকত মাছের পোনা কালাডুমুর নদে ছেড়ে দেন।

কয়েকদিন আগে ও মতিন সৈকত কালাডুমুর নদে মাছের পোনা ছেড়ে ছিলেন। এ সময়ে তিনি বলেন” মৎস্য আইন যথাযথভাবে পালন করতে হবে। নদ-নদীর প্রাকৃতিক মাছের বংশ বৃদ্ধির জন্য অভয়াশ্রম এবং সংরক্ষিত অঞ্চলের পাশাপাশি কৃত্রিম প্রজনের মাছ প্রত্যেক বছর সরকারি বেসরকারি সংস্থার মাধ্যমে ব্যাপক আকারে ছাড়তে হবে।”

আরো পড়ুনঃ