কুমিল্লায় কাভার্ডভ্যান চাপায় সিএনজি অটোরিকশার ৫ জন নিহত,২ জন আহত

নিজস্ব  প্রতিবেদক।।

কুমিল্লার দাউদকান্দিতে কাভার্ডভ্যান চাপায় ঘটনাস্থলে সিএনজি অটোরিকশার চার যাত্রী নিহত হয়েছেন।পরে হাসপাতালে নেয়ার পথি ম‌ধ্যে আরও একজনসহ পাঁচজন নিহত হয়েছেন।
রবিবার (১১ ফেব্রুয়ারি) সকাল সা‌ড়ে ৯টার দিকে আমিরাবাদ- কচুয়া সড়কের ছোট ল‌ক্ষিপু‌রের মহানন্দ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
সিএন‌জি অটো‌রিক্সার চালকসহ ৫জন হ‌য়ে‌ছেন। এসব তথ্য নিশ্চিত করেছেন দাউদকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক।
দাউদকা‌ন্দি থানার ওসি মোজাম্মেল হক জানান,সকাল সা‌ড়ে ৯টায় দি‌কে দাউদকান্দির মোহাম্মদপুর ইউনিয়নের মহানন্দ ছোট লক্ষিপুর রাস্তার সামনে আমিরাবাদমুখী কাভার্ডভ‌্যা‌নের(রেজি নং চট্ট মেট্টো ট- ১১-৪৯২৪) এসে দ্দ্রুত বেপোরোয়া গতিতে কচুয়ামুখী একটি সিএনজিকে সামনে থেকে উপরে উঠিয়ে দেয়। এতে সিএন‌জি চালকসহ ৫জন নিহত হন। ঘটনাস্থলে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস‌্যরা উদ্ধার কাজ করছে। ‌নিহত‌দের ময়না তদ‌ন্তের জন‌্য গৌ‌রিপুর হাসপাতাল স্বাস্থ‌্য কম‌প্লে‌ক্সের ম‌র্গে নেয়া হ‌য়েছে।

নিহতরা হলেন- দাউদকান্দির সিএনজি চালক ইসমাইল হোসেন, মনির ,পিযুজ মন্ডল,জাহানারা বেগম ,মো: শফি উল্লাহ ।নিহত পাঁচজনের মধ্যে চারজন পুরুষ ও একজন নারী।

আহত দুজন হলেন—দাউদকান্দির আঙ্গাউড়া গ্রামের বাসিন্দা সাদিয়া (২০) ও শরীফ (৫)। আহত দুজনকে উদ্ধার করে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে দুজনকে ঢাকায় পাঠানো হয়।
দাউদকান্দির দক্ষিণ নগরের রুহুল আমিনের ছেলে মনির (৩৫) একই গ্রামের চিত্তরঞ্জনের ছেলে পিযুজ মন্ডল (২৮), দাউদকান্দি দরজখোলা গ্রামের ওহিদ মিয়ার ছেলে ইসমাইল হোসেন(৩৮), দাউদকান্দির আনুয়া খোলা গ্রামের মৃত দৌলত মিয়ার মেয়ে জাহানারা বেগম(৫৫),একই গ্রামের মৃত শরাফত উল্লাহ র ছেলে মো: শফি উল্লাহ (২৪)।নিহত পাঁচজনের মধ্যে চারজন পুরুষ ও একজন নারী। এদিকে কাভার্ডভ্যান চালক ও হেলপার পালিয়ে গেলেও ঘাতক কাভার্ডভ্যানটিকে পুলিশ আটক করে গৌরিপুর ফাঁড়িতে নিয়ে যান। নিহতদের লাশ পরিবারের কাছে হস্তান্তর করেছে পুলিশ।

আরো পড়ুনঃ