কুমিল্লায় জননিরাপত্তা বিভাগের জাতীয় শুদ্ধাচার কৌশল কর্ম পরিকল্পনা বাস্তবায়নে অংশীজনের সমন্বয় সভা

আলমগীর কবির। 

মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর ২৩) দুপুরে ব্যুরো বাংলাদেশ কনভেনশন অডিটোরিয়ামে জননিরাপত্তা বিভাগের জাতীয় শুদ্ধাচার কৌশল কর্ম পরিকল্পনা বাস্তবায়নে অংশীজনের সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের অতিরিক্ত সচিব (অতিরিক্ত দায়িত্বঃ আইন ও শৃঙ্খলা অনুবিভাগ) এস এম রেজাউল মোস্তফা কামাল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ আবদুল আউয়াল বিভিএম, পিভিএমএস, পরিচালক, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী কুমিল্লা রেঞ্জ কুমিল্লা। আশাফুর রহমান, উপসচিব, আইন ও শৃঙ্খলা অনুবিভাগ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়। মো: মোশারেফ হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক, কুমিল্লা। মোহাম্মদ নাজমুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার, কুমিল্লা। সঞ্জয় চৌধুরী, জেলা কমান্ড্যান্ট, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, কুমিল্লা
মো: শামীম, সহকারী পরিচালক, বর্ডার গার্ড বাংলাদেশ, কুমিল্লা।

আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী কুমিল্লা রেঞ্জের সহযোগিতায় উক্ত সভায় জননিরাপত্তা বিভাগের বিভিন্ন অধিদপ্তরের কর্মকর্তাবৃন্দ নিজ নিজ দপ্তরের শুদ্ধাচার কৌশল কর্মপরিকল্পনা সম্পর্কে বক্তৃতা করেন।

অপর এক অনুষ্ঠানে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উদ্দ্যোগে সুশাসন প্রতিষ্ঠার নিমিত্তে অংশীজনের অংশগ্রহণে সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব এ কে এম জিয়াউল আলম বিএএম, পিভিএমএস, উপমহাপরিচালক (অপারেশনস), বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ আবদুল আউয়াল বিভিএম, পিভিএমএস, পরিচালক, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, কুমিল্লা রেঞ্জ, কুমিল্লা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশাফুর রহমান, উপসচিব, আইন ও শৃঙ্খলা অনুবিভাগ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সৈয়দ ইফতেহার আলী, পরিচালক(অপারেশন), আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। মো: আশরাফুজ্জামান, উপপরিচালক (জেনারেল), আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, সঞ্জয় চৌধুরী, জেলা কমান্ড্যান্ট, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, কুমিল্লা।

অনুষ্ঠানে বক্তারা দাপ্তরিক কার্যক্রমে শুদ্ধাচার প্রতিপালন সম্পর্ক গুরুত্ব আরোপ করেন।
আরো উপস্থিত ছিলেন আবদুল্লাহ আল হাদী, পরিচালক, ৫ আনসার ব্যাটালিয়ন। মাহবুবুর রহমান, জেলা কমান্ড্যান্ট, নোয়াখালী। জানে আলম সুফিয়ান, জেলা কমান্ড্যান্ট, ফেনী। উজ্জল কুমার পাল, জেলা কমান্ড্যান্ট, চাঁদপুর। রোকসানা বেগম, পরিচালক, ১৮ আনসার ব্যাটালিয়ন। নুরুল আফছার চৌধুরী জেলা কমান্ড্যান্ট, লক্ষীপুর। মোহাম্মদ সোহেল রানা সরকার, সহকারী পরিচালক, আনসার ও ভিডিপি কুমিল্লা রেঞ্জ কুমিল্লা। মো: মনিরুল ইসলাম, সার্কেল অ্যাডজুট্যান্ট, কুমিল্লা এবং অনুষ্ঠান সঞ্চালনায় মো: তানজির আজাদ, সার্কেল অ্যাডজুট্যান্ট, কুমিল্লা রেঞ্জ, কুমিল্লা। এছাড়া উক্ত অনুষ্ঠানে সরকারি-বেসরকারি সংস্থার প্রতিনিধিবৃন্দ, বিভিন্ন উপজেলা থেকে আগত আনসার ও ভিডিপি কর্মকর্তা, প্রশিক্ষক-প্রশিক্ষিকাগন, অঙ্গীভূত আনসার ও ব্যাটালিয়ন আনসার সদস্যবৃন্দ, ইউনিয়ন ও ওয়ার্ড দলনেতা-দলনেত্রীবৃন্দ জেলা ও উপজেলা পর্যায়ের জনপ্রতিনিধিগণ, সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সদস্যবৃন্দ।

আরো পড়ুনঃ