নেকবর হোসেন, নিজস্ব সংবাদদাতাঃ
গতকাল১৪ জানুয়ারি বিকালে চৌদ্দগ্রাম উপজেলার কনকাপৈত ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও জামায়াত নেতা ইকবাল হোসেন মজুমদারকে ঢাকার শাহজাহানপুর এলাকায় থেকে গ্রেফতার করা হয় ।
কুমিল্লা জেলা পুলিশের সূত্র জানা যায়,কুমিল্লা পুলিশ সুপার ফরুক আহমেদ পিপিএম (বার) নির্দেশনায় সহকারী পুলিশ সুপার চৌদ্দগ্রাম সার্কেল সাইফুল ইসলাম সাইফ, পুলিশ পরির্দশক (তদন্ত) ত্রিনাথ সাহা, এএসআই(নিঃ) সাইদুর রহমান, কনস্টেবল/ সৈয়দ নকিবুর রহমান সহ ডিএমপি ঢাকার শাহজাহানপুর থানা পুলিশের সহযোগীতায় শাহজাহানপুর থানা এলাকায় অভিযান পরিচালনা চালিয়ে ৬টি সাজা পারোয়ানা ও চারটি গ্রেফতারি পরোয়ানা ভূক্ত আসামীকে গ্রেফতার করা হয় । গ্রেফতারকৃত আসামী কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার কনকাপৈত ইউনিয়নের বুদ্দিন গ্রামের আবদুল মনসুর মজমুদার ছেলে ইকবাল হোসেন মজুমদার ।এর আগে অর্থ আত্মসাৎ মামলা কারাভোগ করে জামিনে থেকে আত্মগোপন ছিলেন ।