কুমিল্লার তিতাসে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল দুই ব্যবসায়ির।
বিশেষ প্রতিনিধি।।
কুমিল্লা জেলার তিতাস উপজেলায় সড়ক দুর্ঘটনায় দুই মৎসজীবি নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছে আরো ৩ জন।
বৃহস্পতিবার (৩ জুন) ভোর পৌণে ৫ টায় হোমনা টু গৌরিপুর সড়কের মৌটুপী সিকদার রোড এলাকায় এ দুঘর্টনা ঘটে।
আহতদেরকে স্থানীয়রা উদ্ধার করে তিতাস স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করলে, কর্তব্যরত ডাক্তার আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল প্রেরণ করেন। আহতদের মধ্যে বর্তমানে ২ জন মুমূর্ষ অবস্থায় নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছে।
নিহতরা হলেন তিতাস উপজেলার কাকিয়া খালি গ্রামের শ্রী নারায়ণ দাস (৪২) ও শ্রী লক্ষণ দাস (৪৫)। তারা দুইজনই মাছ ব্যবসায়ী ছিলেন।
নিহতদের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো বৃহস্পতিবার ভোরে পিক-আপ যোগে গৌরিপুর মাছের আড়ৎ থেকে মাছ ক্রয় উদ্দেশ্যে রওনা দেয় নারায়ণ দাস ও লক্ষণ দাস সহ ৫/৬। যাওয়ার পথে হোমনা টু গৌরিপুর সড়কের মৌটুপী সিকদার রোড এলাকায় পৌঁছলে পিক-আপ ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে সিএনজির সাথে সংঘর্ষে ঘটনাস্থলেই দুইজন নিহত ও ৩জন আহত হন৷ স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেল প্রেরণ করা হয়।খবর পেয়ে পুলিশ পিক-আপ ও সিএনজি জব্দ করে।
এবিষয়ে এসআই আব্দুল করিম জানান, মরদেহ উদ্ধার করে ডাক্তার সার্টিফিকেট এর মাধ্যমে বিনা ময়নাতদন্তে পরিবারের কাছে হস্তান্তর করে পুলিশ। এ ব্যাপারে মামলা প্রক্রিয়াধীন।