কুমিল্লার মুরাদনগরে ঘরে নিয়ে ছুরি দেখিয়ে ৬ বছরের শিশুকে ধর্ষণ।
পথিকৃত ডেস্ক।।
কুমিল্লার মুরাদনগরে রুটি খাওয়ানোর প্রলোভন দেখিয়ে ঘরে ডেকে নিয়ে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে এক বৃদ্ধর বিরুদ্ধে। সে মুরাদনগর উপজেলার বাখরনগর গ্রামের মৃত আলী আজ্জম বেপারীর ছেলে নজরুল ইসলাম নজু (৫১)। স্থানীয়রা তাকে নজু নামেই ডাকে। রিপোর্ট লিখা পর্যন্ত তাকে আটক বা কোন মামলা হয়নি। তবে মামলার প্রস্তুতি চলছে বলে শিশুটির বাবা জানান।
ভুক্তভোগি শিশুর মা জানান,গত রবিবার বিকাল ৫ টায় বাগান বাড়িতে বন্ধুদের সাথে খেলতে গিলে ধর্ষক নজু মেয়েটিকে রুটি খাওয়ানোর কথা বলে বাড়ির পাশে একটি ঘরে নিয়ে যায়। তখন আমার মেয়ের সাথে খেলতে থাকা আরেকটি ছেলে শিশুও ছিল। ছেলেটাকে ঘর থেকে বের করে দিয়ে আমার মেয়েকে ছুরি ভয় দেখিয়ে ধর্ষণ করেন। মেয়ের চিৎকারে আশে-পাশের লোকজন এসে জড়ো হয়। তখন আমি এসে দেখি নজু ঘর থেকে পালিয়ে যাচ্ছে।
সেখান থেকে শিশুটিকে উদ্ধার করে মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেয়।
শিশুটির মা কান্নায় ভেঙ্গে পড়েন এবং তিনি ধর্ষক নজুর শাস্তির জন্য প্রধানমন্ত্রীর কাছে বিচার দাবি করেন।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় মুরুব্বিরা জনান, এই নজু একজন মাদক ব্যবসায়ী, সে প্রায়ই তার সাঙ্গ পাঙ্গ নিয়ে মদ ও জুয়ায় ব্যস্ত থাকেন। তার বিরুদ্ধে মুরাদনগর থানায় মাদকের মামলা রয়েছে।
এ ব্যাপারে মুরাদনগর থানার অফিসার ইনচার্জ সাদেকুর রহমান বলেন, বিষয়টা আমি শুনেছি, অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।