কুমিল্লায় করোনা শনাক্ত১৫৫ জনের। সুস্থ্য৫০জন, মৃত্যু২

কুমিল্লায় করোনা শনাক্ত১৫৫ জনের। সুস্থ্য৫০জন, মৃত্যু২

নেকবর হোসেন।।

আজ, ২৯জুন কুমিল্লা জেলায় নতুন করে আরও১৫৫জনের পজিটিভ ধরা পড়েছে। এ নিয়ে জেলাজুড়ে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার১৮০জন।
আজকের রিপোর্টে দুইজন মৃত্যু দেখানো হয়েছি।

যাহার ফলে মৃত্যুর সংখ্যা ৪৭৫জনে দাঁড়ালো। লালমাই ০১ জন,দেবিদ্বার ০১ জন।
এছাড়া ২৪ ঘন্টায় আক্রান্তদের মধ্যে জেলার কুমিল্লা সিটি ৬৬জন,বুড়িচ০৩জন,আর্দশ সদর১২জন, সদর দক্ষিণ ০১জন,লালমাই ০৩ জন,নাঙ্গ লকোট ১৬ বরুড়া০৭জন, মুরাদনগর ০৭জন, দেবিদ্বার ০৮জন,মনোহরগন্জ ০৬জন, তিতাস ০১জন, দাউদকান্দি ০৮ জন,চান্দিনা ০৭জন,লাকসাম ০৬জন, চৌদ্দগ্রাম ০৪জন।

আজকের রিপোর্টে সুস্থ্য৫০জন
দেখানো হয়েছি।এ পর্যন্ত মোট সুস্থ্য হয়েছে ১১হাজার৭০০জন করোনা রোগী।আজকের সুস্থ্য চান্দিনা ০২জন,দেবিদ্বার ১১জন, সিটি কর্পোরেশন ৩৭জন।

২৯জুন বিকেলে এসব তথ্য জানান কুমিল্লা সিভিল সার্জন ডা:মীর মোবারক হোসাইন।

সিভিল সার্জন আরো জানান, এ পর্যন্ত জেলা থেকে নমুনা পাঠানো হয়েছে ৮৪হাজার ৫৬৭জনের এবং রিপোর্ট পাওয়া গেছে ৮২হাজার ৩৮২জনের। এর মধ্যে ১৪ হাজার ১৮০জনের করোনা পজিটিভ ধরা পড়েছে।বিদেশগামী যাএীদের নমুনা পরীক্ষা আজকের রিপোর্ট প্রাপ্তি: ১২২
এদের মধ্যে নতুন সনাক্ত: ০৮।

আরো পড়ুনঃ