কুমিল্লায় করোনা শনাক্ত ৮২জন, মৃত্যু ০৫জন।।

কুমিল্লায় করোনা শনাক্ত ৮২জন, মৃত্যু ০৫জন।

নেকবর হোসেন।।

গতকাল ০৮এপ্রিল কুমিল্লা জেলায় নতুন করে আরও৮২ জনের পজিটিভ ধরা পড়েছে। এ নিয়ে জেলাজুড়ে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০ হাজার ৪২০জন।
আজকের রিপোর্টে পাঁচজন মৃত্যু দেখানো হয়েছি।ফলে মৃত্যুর সংখ্যা ৩১১জনে দাঁড়ালো।
এছাড়া ২৪ ঘন্টায় আক্রান্তদের মধ্যে জেলার কুমিল্লা সিটি ৫৭জন,চৌদ্দগ্রাম ০৮জন, মহোহরগন্জ ০১জন, চান্দিনা ০২ জন, মুরাদনগর ০৩ জন,আর্দশ সদর ০৩জন, সদর দক্ষিণ ০১ জন, লালমাই ০১জন, বুড়িচং ০৪, ব্রাক্ষণপাড়া ০২ জন।

আজকের রিপোর্টে সুস্থ্য কোন দেখানো হয়েনি। এ পর্যন্ত মোট সুস্থ্য হয়েছে ৯ হাজার ০৫৫জন করোনা রোগী।
গতকাল ০৮এপ্রিল বিকেলে এসব তথ্য জানান কুমিল্লা সিভিল সার্জন ডা:মীর মোবারক হোসাইন।

সিভিল সার্জন আরো জানান, এ পর্যন্ত জেলা থেকে নমুনা পাঠানো হয়েছে ৬০হাজার ৩২০জনের এবং রিপোর্ট পাওয়া গেছে ৫৯হাজার৩১৩জনের। এর মধ্যে ১০ হাজার ৪২০জনের করোনা পজিটিভ ধরা পড়েছে।বিদেশগামী যাএীদের নমুনা পরীক্ষা আজকের রিপোর্ট প্রাপ্তি: ৪৮৫
এদের মধ্যে নতুন সনাক্ত: ০৬।

আরো পড়ুনঃ