কুমিল্লায় চলছে চিত্র প্রদর্শনী।

কুমিল্লায় চলছে চিত্র প্রদর্শনী।

নেকবর হোসেন।।

কুমিল্লা শিল্পকলা অ্যাকাডেমিতে স্থানীয় চিত্রশিল্পীদের নিয়ে শুরু হয়েছে দশ দিনব্যাপী চিত্র প্রদর্শনী
কুমিল্লা পথিকৃত চারুশিল্পী পরিষদ এই প্রদর্শনীর আয়োজন করেছে। আয়োজকরা জানালেন জেলায় এ ধরনের আয়োজন এটিই প্রথম।

প্রদর্শনীটি গতকাল ৪ মার্চ সন্ধ্যায় উদ্বোধন করেন জেলার সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দীন বাহার।
আয়োজকরা জানান, জেলার ৫৬ জন চিত্রশিল্পীর ১৮৫টি চিত্রকর্ম এই প্রদর্শনীতে ঠাঁই পেঁয়েছে। ১০ মার্চ পর্যন্ত প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে এটি।

চারুশিল্প পরিষদের সভাপতি চন্দন রায় বলেন, ‘করোনাকালীন সময়ে কুমিল্লার শিল্পীরা ঘরে বসে না থেকে কাজ করেছে। তাদের কাজের ফসল এই চিত্র প্রদর্শনী।’
প্রদর্শনীতে অংশ নেয়া শিল্পী ইসরাত রুমা জানান, নিঃসন্দেহে এমন আয়োজন আগামী প্রজন্মকে সাংস্কৃতিক কর্মকান্ডে উদ্বুদ্ধ করবে।’
প্রদর্শনী দেখতে আসা তানভীর দিপু বলেন, ‘এমন আয়োজন আমাদের সংস্কৃতি, আমাদের কুমিল্লাকে সমৃদ্ধ করবে। প্রতি বছরই এমন আয়োজন হোক।’

উদ্বোধন অনুষ্ঠানে কুমিল্লা শিল্পকলা অ্যাকাডেমির শিল্পীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠানও হয়।

এ সময় উপস্থিত ছিলেন অভিনেত্রী চিত্রলেখা গুহ, কবি সৈয়দ আহামাদ তারেক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ফরিদ উদ্দিন সিদ্দিকীসহ আর অনেকে।

আরো পড়ুনঃ