কুমিল্লায় ট্রাকে করে পাচারকালে ৩১ কেজি
গাঁজা জব্দ, গ্রেফতার ৩।
পথিকৃত ডেস্ক।।
কুমিল্লায় ট্রাকে করে অভিনব কায়দায় পাচারকালে ৩১ কেজি গাঁজাসহ ৩ জন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। বুধবার (১৩ এপ্রিল) সকালে জেলার আদর্শ সদর উপজেলার বালুতোপা এলাকায় কোতয়ালি মডেল থানা পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে।
গ্রেফতারকৃত মাদক কারবারিরা হচ্ছে- কুমিল্লা আদর্শ সদর উপজেলার বালুতোপা গ্রামের মৃত হোসেন মিয়ার ছেলে মো. শরীফ (২৩), কুড়িগ্রাম জেলার কাচাকাটা থানার ডলুয়াবাড়ি গ্রামের গাজীউর রহমানের ছেলে মো. মিন্টু ওরফে ভূট্টো (৩৪) ও পটুয়াখালীর মহিপুর থানার তারিকাটা গ্রামের মধু হাওলাদারের ছেলে মাসুদ হাওলাদার (৩২)।
অভিযানে নেতৃত্ব দেয়া কোতয়ালি মডেল থানার এএসআই হান্নান আল-মামুন সাংবাদিকদের জানান, কার্গো ট্রাকে করে মাদকদ্রব্যের একটি বড়ো চালান ঢাকা নিয়ে যাওয়া হচ্ছে- এমন খবর পেয়ে থানার ওসি মহোদয়ের নির্দেশে এএসআই রুবেল মাহমুদ, কনস্টেবল শাহজাহান ও নয়ন ভূঁইয়াসহ আদর্শ সদর উপজেলার বালুতোপা এলাকায় অভিযান পরিচালনা করা হয়।
এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক চোরাকারবারিরা পালিয়ে যাওয়ার চেষ্টাকালে মো. শরীফ, মো. মিন্টু ওরফে ভূট্টো ও মাসুদ হাওলাদারকে গ্রেফতার করা হয়। এসময় শাহীন ওরফে স্টার শাহীন (৩৫) নামে এক মাদক কারবারি পালিয়ে যায়। পরে ওই ট্রাকে (ঢাকা মেট্রো-ট-২২-০৫২১) তল্লাশি করে বিশেষ কৌশলে একটি চটের বস্তায় ভর্তি ২৫ কেজি ও প্লাস্টিকের বস্তায় ভর্তি ৬ কেজিসহ মোট ৩১ কেজি গাঁজা জব্দ করা হয়।
বিকালে কোতয়ালি মডেল থানার ওসি আনোয়ারুল হক জানান, জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামিরা জানিয়েছে- তারা ভারত সীমান্ত এলাকা হতে গাঁজা সংগ্রহ করে বিক্রির উদ্দেশ্যে কার্গো ট্রাকে করে ঢাকায় নিয়ে যাচ্ছিল। এ ব্যাপারে এএসআই হান্নান আল-মামুন বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা দায়ের করেছেন।