কুমিল্লায় ট্রাক ভর্তি সেগুন কাঠ আটক
স্টাফ রিপোর্টার।।
কুমিল্লায় অবৈধ ভাবে পাচারকালে ৫ লাখ টাকা মূল্যের সেগুন কাঠ আটক করেছে বন বিভাগ। এসময় ট্রাক ফেলে পালিয়ে যায় চালক ও তার সহযোগী।
শনিবার বিষয়টি নিশ্চিত করেন কুমিল্লাসামাজিক বন বিভাগের বিভাগীয় কর্মকতা কাজীমোহাম্মদ নুরুল করিম।তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে সুয়াগাজি ফরেস্ট চেক স্টেশনের চৌকস বন কমকর্তাগন শনিবার সকাল ৫ টায় ঢাকামুখী ত্রিপল বাঁধা ট্রাককে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার কসমস পাম্পের সামনে থেকে ৪০০ ঘনফুট সেগুনের গোল কাঠ বোঝাই ঢাকা মেট্রো ট- ১৮-৩৩৮৫ ট্রাকটি আটক করা হয়।
কুমিল্লা সামাজিক বন বিভাগের কার্যালয়ে নিয়ে আসা হয়। এ ঘটনায় বিভাগীয় মামলার প্রস্তুতি চলছে বলে জানান বিভাগীয় বন কর্মকর্তা।