কুমিল্লায় তিন নদী পরিষদের ২১ দিন ব্যাপী অনুষ্ঠান শুরু

কুমিল্লায় তিন নদী পরিষদের ২১ দিন ব্যাপী অনুষ্ঠান শুর

পথিকৃত ডেস্ক।।

কুমিল্লায় তিন নদী পরিষদের ২১ দিন ব্যাপী অনুষ্ঠান শুরু হয়েছে। সোমবার (১ ফেব্রুয়ারি) নগর শিশু উদ্যানের জামতলায় অনুষ্ঠান উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. আবুল ফজল মীর।

সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি সাপ্তাহিক অভিবাদন সম্পাদক আবুল হাসানাত বাবুলের সভাপতিত্বে রেজবাউল হক রানার সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ডা. তৃপ্তীশ চন্দ্র ঘোষ, সংগঠক পারভীন হাসানাত, সাংবাদিক মোতাহের হোসেন মাহবুব, অশোক বড়ুয়া, আইরীন আহমেদ, নীলিমা ইসলাম, সালমা আক্তার প্রমুখ। অনুষ্ঠানের প্রথম দিনে সাংস্কৃতিক পরিবেশনায় অংশ গ্রহণ করেন নবাব ফয়জুন্নেসা সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীরা।

সভাপতির বক্তব্যে আবুল হাসানাত বাবুল বলেন, তিন নদী পরিষদ ৩৮ বছর ধরে ধারাবাহিকভাবে ২১ দিন ব্যাপী এ অনুষ্ঠান করছে। আমাদের কোন প্রত্যাশা নেই। শুধু একটা চাওয়া আছে, পরের প্রজন্ম যেন, এ অনুষ্ঠানের ধারা অব্যাহত রাখে। এ অনুষ্ঠান আয়োজনে যারা সহযোগীতা করছেন তাদের সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মো. আবুল ফজল মীর বলেন, কুমিল্লা গৌরবের রাজধানী। ভাষা সৈনিক শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত, আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের রূপকার বীরমুক্তিযুদ্ধা রফিকুল ইসলামের বাড়ি কুমিল্লায়। ভাষা নিয়ে সর্বাধিক গৌরবের অধিকারী কুমিল্লার সন্তানরা। কুমিল্লার সন্তানদের প্রতি আমার আহ্বান থাকবে, প্রমিত বাংলা চর্চা করা। প্রতিষ্ঠান ভিত্তিক আমাদের একটি কার্যক্রম থাকবে শুদ্ধ বাংলা বলা, শুদ্ধ বাংলা লিখা।

৩৮ বছর যাবৎ তিন নদী পরিষদ ২১ দিন ব্যাপী এ আয়োজনের জন্য ধন্যবাদ জানাই। একুশে পদকের জন্য তিন নদী পরিষদকে প্রশাসন সহযোগীতা করবে।

আরো পড়ুনঃ