কুমিল্লায় দেশীয় অস্ত্রসহ সন্ত্রাসী আটক
বিশেষ প্রতিনিধি।।
কুমিল্লায় বুড়িচং থানাধীন পশ্চিম সিংহ এলাকা হতে ১টি এলজিসহ মোঃ মাছুম (৩০) নামের একজন অস্ত্রধারী সন্ত্রাসী আটক করেছে র্যাব-১১।
মঙ্গলবার (১৭ আগস্ট) গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল বিশেষ অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়।
আটককৃত মোঃ মাছুম বুড়িচং থানার পশ্চিম সিংহ গ্রামের আব্দুল হান্নান মেম্বার এর ছেলে।
প্রাথমিক অনুসন্ধান ও জিজ্ঞাসাবাদে জানা যায় যে, সে দীর্ঘদিন যাবৎ বুড়িচংসহ কুমিল্লার বিভিন্ন স্থানে নানা ধরনের সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে আসছিল। উক্ত বিষয়ে আটককৃত আসামীর বিরুদ্ধে কুমিল্লা জেলার বুড়িচং থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।