কুমিল্লায় মাদকদ্রব্যসহ ২ মামলার আসামি গ্রেফতার।
নেকবর হোসেন।।
কুমিল্লায় সোহাগ হোসেন নামে এক মাদক কারবারিকে একশ বোতল মাদকদ্রব্যসহ গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে থানায় ২টি মামলা রয়েছে। সে জেলার আদর্শ সদর উপজেলার ভারত সীমান্তবর্তী গাজীপুর উত্তরপাড়া গ্রামের খোকন মিয়ার ছেলে।
সোমবার বিকালে তাকে আদালতের মাধ্যমে কুমিল্লা কারাগারে প্রেরণ করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেন কোতয়ালি মডেল থানার ওসি মো. বখতিয়ার উদ্দিন চৌধুরী।
পুলিশ জানায়, গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে কুমিল্লা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. সোহান সরকারের নির্দেশনায় ও কোতয়ালি মডেল থানার ওসি মো. বখতিয়ার উদ্দিন চৌধুরীর নেতৃত্বে পুলিশ পরিদর্শক রাজীব চক্রবর্তী, এসআই শাহিদুল ইসলাম, এএসআই হান্নান আল-মামুন, এএসআই রুবেল মাহমুদসহ পুলিশের একটি দল গাজীপুর উত্তরপাড়া গ্রামে সোহাগ হোসেনের (২৭) বাড়িতে অভিযান পরিচালনা করে। এসময় সে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে পুলিশ তাকে গ্রেফতার করে। পরে তার দেখানোমতে ঘরে তল্লাশী চালিয়ে ৮৫ বোতল ইস্কাপ ও ১৫ বোতল বিয়ার জব্দ করা হয়। জব্দকৃত মাদকদ্রব্যের মূল্য এক লাখ টাকা। কোতয়ালি মডেল থানার ওসি মো. বখতিয়ার উদ্দিন চৌধুরী জানান, গ্রেফতার সোহাগ হোসেন চিহ্নিত একজন মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। এছাড়া তার বিরুদ্ধে থানায় মাদকসহ আরো ২টি মামলা রয়েছে।