কুমিল্লায় ৬৬২টি গৃহহীন পরিবারকে ২য় পর্যায় প্রধানমন্ত্রীর গৃহ উপহার।।
বিশেষ প্রতিনিধি।।
মুজিববর্ষে একটি মানুষও গৃহহীন থাকবে না’ প্রধানমন্ত্রী শেখ হাসিনার এ ঘোষণার ২য় ধাপ বাস্তবায়নের লক্ষে ৫৩,৩৪০টি পরিবারকে সারাদেশের ন্যায় কুমিল্লায় ভূমি ও গৃহহীন ৬৬২টি পরিবারের মাঝে জমিসহ গৃহ প্রদান করা হয়েছে।
রবিবার সকাল ১০টা ৪৮ মিনিটে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে গৃহহীন-ভূমিহীনদের মুজিববর্ষের এ উপহার তুলে দেন।প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে আনুষ্ঠানিক উদ্বোধনের পরে কুমিল্লা সদর দক্ষিন উপজেলার ২টি ইউনিয়নের ৩০টি ভূমি ও গৃহহীন পরিবারের মাঝে কুমিল্লা জেলা প্রশাসক মোঃ কামরুল হাসান এ উপহার তুলে দেন।এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শুভাশিস ঘোষ,উপজেলা সহকারি কমিশনার (ভূমি)তাসলিমুন নেছা,উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল হাই বাবলু,সদর দক্ষিন মডেল থানার অফিসার ইনচার্জ দেবাশিষ চৌধুরী প্রমুখ।
ভূমিহীন-গৃহহীনদের যে ঘরগুলো দেওয়া হয়েছে, সেগুলোর প্রত্যেকটিতে রয়েছে দুটি শোবার ঘর, একটি রান্নাঘর, একটি টয়লেট এবং একটি লম্বা বারান্দা। এ ঘরের নকশা প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেই পছন্দ করেছেন।