কুমিল্লায় ৯ মামলার আসামি অস্ত্রসহ গ্রেপ্তার
নেকবর হোসেন।।
কুমিল্লার একাধিক মামলার আসামি আব্দুল্লাহ আল টিপুকে নগরী থেকে অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়েছে।
নগরীর দক্ষিণ চর্থা এলাকায় নিজ বাড়ি থেকে শনিবার দুপুর ১২টার দিকে তাকে গ্রেপ্তার করে র্যাব।
কানা টিপু নামে পরিচিত আব্দুল্লাহ আল টিপুর নামে অস্ত্র ও ডাকাতির ৯টি মামলা আছে কোতোয়ালী মডেল থানায়।
কুমিল্লা র্যাব-১১-এর কোম্পানি কমান্ডার মেজর তালুকদার নাজমুস সাকিব জানান, গোপন সংবাদে অভিযান চালিয়ে টিপুকে গ্রেপ্তার করা হয়। তার কাছে থেকে রিভালবার ও চারটি গুলি জব্দ করা হয়।
গ্রেপ্তারের পর তাকে কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।র্যাব কর্মকর্তা আরও জানান, টিপু অনেকদিন ধরে কুমিল্লাসহ দেশের বিভিন্ন এলাকায় সন্ত্রাসী কার্যক্রম চালাতেন।