কুমিল্লা ইপিজেডের এইচ আর এডমিনকে কুপিয়ে হত্যা।
পথিকৃত ডেস্ক।।
কুমিল্লা ইপিজেডের সিংসাংসু কোম্পানির সিনিয়র এইচআর এডমিন খায়রুল বাশার সুমনকে অফিস থেকে বাড়ি ফেরার পথে ইপিজেড সড়কে কুপিয়ে হত্যা!
শুক্রবার (৩০ এপ্রিল) বিকাল পৌনে ৫ টায় অফিস থেকে বাড়ি ফেরার পথে ইপিজেড সড়কে কুপিয়ে হত্যা করেছে।
নিহত খায়রুল বাঁশার সুমন কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার গলিয়ারা ইউনিয়নের মান্দারি গ্রামের মমিন মাষ্টারের ৩য় ছেলে।
বিভিন্ন সূত্র থেকে জানা যায়,শুক্রবার বিকাল পৌনে ৫ টায় অফিস থেকে বাসায় ফেরার সময় ইপিজেড সড়কে আসার পর অজ্ঞাত কয়েকজন ব্যক্তি তাকে আক্রমন করে এলোপাতাড়িভাবে কুপিয়ে জখম করে পালিয়ে যায়।পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়।
এ বিষয়ে সদর দক্ষিণ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবাশীষ চৌধুরী বলেন,ইপিজেডে কোম্পানীতে কর্মী চাটাইকে কেন্দ্র করে এ ঘটনা ঘটিয়েছে বলে আমরা প্রাথমিকভাবে জেনেছি। লাঁশ কুমিল্লা মেডিকেল কলেজের মর্গে আছে।ময়না তদন্তের পর বিস্তারিত জানা যাবে।এ বিষয়ে হত্যা মামলা প্রস্তুতি চলছে