ডেস্ক নিউজ।।
নগরের একটি স্থানীয় রেস্তোরাঁয় কুমিল্লা টেলিভিশন সাংবাদিক ফোরামের উদ্যোগে টেলিভিশন সাংবাদিকতার অবদানের জন্য ১৭ জন টেলিভিশনের সাংবাদিক এবং কুমিল্লা প্রেসক্লাবের নবনির্বাচিত যুগ্মসাধারণ সম্পাদক বাহার রায়হান ও সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির জীবনকে সংবর্ধনা প্রদান করা হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা সিটি কর্পোরেশনের মেয়র আরফানুল হক রিফাত। এই সময় কুমিল্লা দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক আতিক উল্লাহ খোকন, কুমিল্লা ক্লাবের সহ-সভাপতি আলী মুনসুর ফারুক, কুমিল্লা সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র হাবিবুর আল আমিন সাদি, ধনুয়াখলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোঃ শামীম হায়দার।
সংগঠনের সভাপতি কাজী এনামুল হক ফারুকসহ বিভিন্ন নেতৃবৃন্দ সাংবাদিকরা উপস্থিত ছিলেন। পুরো অনুষ্ঠানটি উপস্থাপনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির জীবন অনুষ্ঠান শেষে টেলিভিশন ক্যামেরাপার্সনদের কে শুভেচ্ছা উপহার দেয়া হয়।