কুমিল্লা ড্রিংকিং ওয়াটার ওনার্স এসোসিয়েশনের আহবায়ক কমিটি গঠন।।

কুমিল্লা ড্রিংকিং ওয়াটার ওনার্স এসোসিয়েশনের আহবায়ক কমিটি গঠন।

পথিকৃত ডেস্ক।।

গত ২৬ফেব্রুয়ারী ড্রিংকিং ওয়াটার ওনার্স এসোসিয়েশনের পক্ষ থেকে একোয়া ফ্রেশ ড্রিংকিং ওয়াটার চেয়ারম্যান আবুল কালাম আজাদ হাসেমকে ফুলেল শুভেচ্ছা জানান

গত ২৬ফেব্রুয়ারী কুমিল্লায় ড্রিংকিং ওয়াটার ওনার্স এসোসিয়েশনের ৮ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি ৬ মাসের জন্য গঠন করা হয়েছে।

শুক্রবার বিকেলে ড্রিংকিং ওয়াটার ওনার্স এসোসিয়েশনের প্রধান উপদেষ্টা বিশিষ্ট সমাজসেবকও কুমিল্লা মহানগরীর ১৪নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মোঃ আবুল কালাম আজাদ হাসেম এই কমিটির অনুমোদন দেন।কমিটিতে সেরা ড্রিংকিং ওয়াটারের চেয়ারম্যান
আহবায়ক সাংবাদিক এম আর রানা,
এক্যােয়া ড্রিংকিং ওয়াটারের ওনার্স মোঃ লোকমান হোসেন ও জান্নাত ড্রিংকিং ওয়াটারের ওনার্স মোঃ জামাল উদ্দিনকে যুগ্ম আহবায়ক করা হয়েছে।

গতকাল গণমাধ্যমকে বিশিষ্ট সমাজসেবক ও নগরীর ১৪নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মোঃ আবুল কালাম আজাদ হাসেম বিষয়টি নিশ্চিত করেন।কমিটির অপর সদস্যরা হলেন, মর্নিংডিউ ড্রিংকিং ওয়াটারের ওনার্স সুমন কবির, মদিনা ড্রিংকিং ওয়াটারের ওনার্স মোঃ আবুল কাসেম, রেইনবো ড্রিংকিং ওয়াটারের ওনার্স মোঃ মিজানুর রহমান, ওসমো ওয়াটারের ওনার্স মোঃ সাইদুল মোঃ হুমায়ুন ও মোঃ নাসির হোসেন।

 

আরো পড়ুনঃ