কুমিল্লা নগরীর উনাইসারে বৃক্ষরোপণ ও ফ্রি ব্লাড গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন
মামুন সরকার।।
শোকাবহ আগস্ট মাস উপলক্ষে উনাইসার ভবিষ্যৎ প্রজন্মের সার্বিক সহযােগিতায় ও বাঁধন, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ ইউনিট এর আয়োজনে গতকাল উনাইসারে বৃক্ষরোপণ ও ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন উদ্বোধনী অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান, কুমিল্লা মহানগর আওয়ামী যুবলীগের আহ্বায়ক ও কুমিল্লা ভিক্টোরিয়া বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্র-ছাত্রী সংসদের সাবেক জিএস আবদুল্লা আল মাহমুদ সহিদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা মহানগর আওয়ামী যুবলীগের সদস্য ও বিশিষ্ট সমাজ সেবক, আলী ইকরাম তুহিন।
কুমিল্লা মহানগর আওয়ামী যুবলীগের সদস্য ও ভিক্টোরিয়া কলেজের ছাত্রলীগের সাবেক দায়িত্বপ্রাপ্ত ছাত্রনেতা নাজমুল ইসলাম শাওন, কুমিল্লা সিটি কর্পোরেশন ১৯, ২০ ও ২১নং ওয়ার্ডের সংরক্ষিত কাউন্সিলর ও বিশিষ্ট নারীনেত্রী, উম্মে সালমা লিজা
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্বে করেন ২০নং ওয়ার্ড আওয়ামী লীগের বিপ্লবী সাধারণ সম্পাদক সাবেক যুবনেতা আনোয়ার হোসেন।
অনুষ্ঠানটি সার্বিকভাবে পরিচালক করেন কুমিল্লা সরকারি সিটি কলেজ ছাত্রলীগের সাবেক দায়িত্বপ্রাপ্ত ছাত্রনেতা, উনাইশার ভবিষ্যৎ প্রজন্ম প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বর্তমান যুবলীগনেতা ইমদাদুল হক চৌধুরী বাবু বাঁধন, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ ইউনিটের সভাপতি, জুবাইদা ইয়াছমিন মুমু।
অনুষ্ঠাননে সঞ্চালনা করেন উনাইশার ভবিষ্যৎ প্রজন্মের সদস্য সচিব ২০নং ওয়ার্ড ছাত্রলীগ নেতা নমি রহমান নাহিম।