কুমিল্লা নগরীর মোবাইল জগতের সকলের পরিচিতি বিশ্বস্থ টাচ্ মিডিয়া জোন এ উদ্বোধন হলো নগদ মোবাইল ব্যাংকিং সেবা পয়েন্ট❞
কুমিল্লা নগরীর মোবাইল জগতের সকলের পরিচিতি বিশ্বস্থ টাচ্ মিডিয়া জোন এ উদ্বোধন হলো নগদ মোবাইল ব্যাংকিং সেবা পয়েন্ট❞
নেকবর হোসেন।।
কুমিল্লা সিটি কর্পোরেশন ১৯ নং ওয়ার্ডের ঢুলিপাড়া চৌমুহনী (চৌধুরী মার্কেট) টাচ্ মিডিয়া জোন এর নগদ সেবা পয়েন্ট দুপুরে ১ টায় ফিতা কেটে উদ্বোধন করেন কুমিল্লা এরিয়া ম্যানেজার জাবির আল মাহমুদ মানবতার দেওয়াল এর চেয়ারম্যান ও টাচ্ মিডিয়া জোন এর স্বত্বাধিকারী
নাজমুল হাসান চৌধুরী কামাল নগদ কুমিল্লার টেরিটরি অফিসার মোঃ আশ্ররাফুল আলম সহ কোম্পানির বিভিন্ন কর্মকর্তা বৃন্দ।
এখান থেকে নগদ গ্রাহকরা হারানো পিন নাম্বার উদ্ধার করা,কেওয়াইসি তথ্যর হালনাগাদ করা ক্যাশ ইন ক্যাশ আউট বাখরাবাদ গ্যাস বিল পেমেন্ট সহ নগদ সম্পর্কিত যেকোন সেবা গ্রহন করতে পারবেন প্রতিদিন সকাল ৯ টা থেকে রাত ৯ টা পর্যন্ত।
এই সময় টাচ্ মিডিয়া জোন এর স্বত্বাধিকারী নাজমুল হাসান চৌধুরী কামাল বলেন এখন থেকে নগদ মোবাইল ব্যাংকিং যে কোন সমস্যা হলে অত্র এরিয়ার লোকজনকে নগদ এর সেবা নিতে দুরে গিয়ে আর ভোগান্তিতে পড়তে হবে না এবং সর্বসাধারন খুব সহজেই এই সেবাটি পাবে।
এইসব সেবা পেতে হলে চলে আসুন আপনাদের পরিচিত প্রতিষ্ঠান ঢুলিপাড়া চৌমুহনী (চৌধুরী মার্কেট) টাচ্ মিডিয়া জোন এর নগদ সেবা পয়েন্ট এ প্রয়োজনে-01811-009090।