কুমিল্লা মহানগরীতে কোথাও গ্যাস নেই
নেকবর হোসেন।।
কুমিল্লা মহানগরীতে বাসা-বাড়িসহ কোথাও গ্যাস নেই। সোমবার (১৬ আগস্ট) ভোর থেকে হঠাৎ করে বাগিচাগাঁও, দক্ষিন চর্থা, অশোকতোলা, ঠাকুরপাড়া, কান্দিপাড়, ফৌজদারী, মনোহরপুরসহ নগরীর ২৭টি ওয়ার্ড ও এর আশপাশের বেশকিছু এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ হয়ে গেছে। পূর্ব ঘোষণা ও নোটিশ ছাড়া এভাবে গ্যাস বন্ধ হওয়ায় ভোগান্তিতে পড়েছেন গ্রাহকরা। রান্না-বান্না করতে পারছেন না নগরীর বাসিন্দারা।
দক্ষিন চর্থা এলাকার বাসিন্দা উর্মি বেগম জানান, সকালে উঠেই দেখি গ্যাস নেই। নাস্তা বানানোর উপায় নেই। বাসায় এমন লোকও নেই যে বাইরে থেকে নাস্তা কিনে আনবে। এভাবে না জানিয়ে গ্যাস বন্ধ করা হলে কোনও সমস্যা হলে সেটা গ্রাহকদের জানানো উচিত। গ্রাহক তাহলে নিজেদের মতো ব্যবস্থা করতে পারে।
একই অভিযোগ অশোকতোলা এলাকার ইভা রহমানের। তিনি বলেন, কোনও কারণে গ্যাসের সমস্যা হলে সেটা আগে থেকে জানানো উচিত। এরপর কখন আসবে তাও জানানো হয় না। সারাদিন এক ধরনের অনিশ্চয়তার মধ্যে থাকতে হয়।
বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের ইঞ্জিনিয়ারিং সার্ভিস ডিপার্টমেন্টের উপ-মহাব্যবস্থাপক প্রকৌশলী মর্তুজা রহমান খান জানান, কুটুম্বপুর সামিট পাওয়ার স্টেশনে গ্যাস সরবরাহ লাইনের বাল্ব নষ্ট হয়ে টেকনিক্যাল সমস্যার কারণে গ্যাস বন্ধ রয়েছে।
তিনি আরও জানান, কুটুম্বপুর সামিট পাওয়ার স্টেশন অফিসে জনবল সংকট। চট্টগ্রাম থেকে ইঞ্জিনিয়ার এসে লাইন মেরামত করা পর্যন্ত গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। টেকনিক্যাল সমস্যা মেরামত করা পর্যন্ত ৫-৬ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।