কুৃমিল্লা জেলা প্রশাসক কে বিদায় সংবর্ধনা জানান বীর মুক্তিযোদ্ধা ও সংসদ কমান্ডার নেতৃবৃন্দরা
পথিকৃত ডেস্ক।।
মুক্তিযোদ্ধাদের জন্য নিবেদিত প্রাণ, কুমিল্লার সুযোগ্য জেলা প্রশাসক মোঃ আবুল ফজল মীরকে মুক্তিযোদ্ধা সংসদ কুমিল্লা জেলার সাবেক কমান্ডার সফিউল আহমেদ বাবুল এর তত্বাবধায়নে এক আন্তরিক বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। ডিসির সম্মেলন কক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে আবুল ফজল মীরকে বিদায় জানাতে উপস্থিত ছিলেন কুমিল্লা মহানগর কমান্ডার জনাব মকবুল হোসেন ভূইয়া, কুমিল্লা সদর উপজেলা কমান্ডার সাজাহান সাজু, সহঃ কমান্ডার সেলিম হোসেন, জাহিদ হাসান, রেজাউর রহমান বুলবুল, ফজলুর রহমান সরকার, আজিজুল বাশার সেলিম সহ কুমিল্লার মুক্তিযোদ্ধা নেতৃবৃন্দ এবং মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কুমিল্লা জেলার সভাপতি মাসুম হামীদ, শহিদ আহমেদ বাবুল, প্রফেসর রফিক, তাসলিমা সুলতানা পপি,তিথি চক্রবর্তী,জামাল উদ্দিন তুষার,কাকলী রায়,কাজী জয়নব সাথী,ওমর ফারুক বাবলুসহ মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড এর নেতৃবৃন্দ । অনুষ্ঠানে বিদায়ী অতিথি হিসেবে জেলা প্রশাসক তাঁর অশ্রুসিক্ত বক্তব্যে মুক্তিযোদ্ধাদের সার্বিক উন্নতি কামনা করে নিজের জন্য সকল মুক্তিযোদ্ধোদের কাছে দোয়া চান এবং সর্বোপরি কুমিল্লার উন্নতি কামনা করেন। মুক্তিযোদ্ধারা দূঃখভরা মনে তাকে ফুল ও ক্রেষ্ট দিয়ে বিদায় জানান।