চৌদ্দগ্রামে মুজিব শতবর্ষে বৃ্ক্ষরোপন কর্মসূচী উদ্বোধন করেন মেয়র জিএম মীরু
মনোয়ার হোসেন।।
স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিব শতবর্ষ উপলক্ষে কুমিল্লার চৌদ্দগ্রামে বৃক্ষরোপন কর্মসূচী-২০২১ বাস্তবায়ন করা হয়েছে।
মঙ্গলবার (১৭ আগস্ট) সকালে চৌদ্দগ্রাম নজমিয়া কামিল মাদ্রসা প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন চৌদ্দগ্রাম উপজেলা আ’লীগের সিনিয়র সহ-সভাপতি ও পৌর মেয়র জিএম মীর হোসেন মীরু।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মনজুরুল হক, উপজেলা শিক্ষা অফিসার সৈয়দ মোহাম্মদ তৈয়ব হোসেন, চৌদ্দগ্রাম নজমিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবুল কাশেম মোহাম্মদ শামসুদ্দীন, চৌদ্দগ্রাম মহিলা মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো: আহসান উল্লাহ্, পৌর কাউন্সিলর বদিউল আলম পাটোয়ারী প্রমুখ।
এসময় চৌদ্দগ্রাম নজমিয়া কামিল মাদ্রাসার শিক্ষক ও ছাত্রবৃন্দ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।