তিতাসে সৌদি আরব প্রবাসি শাহ আলমের মায়ের মৃত্যু বার্ষিকীতে মিলাদ মাহফিল
হালিম সৈকত।।
কুমিল্লার তিতাস উপজেলার বলরামপুর ইউনিয়নের বড় গাজীপুর গ্রামের
সৌদি আরব প্রবাসি শাহ আলমের মায়ের মৃত্যু বার্ষিকীতে মিলাদ মাহফিল ও দোয়ার আয়োজন করা হয়েছে।
১৪ আগস্ট শনিবার বড় গাজীপুর আজিজিয়া খালেকীয়া এতিমখানায় বাদ যোহর এই মিলাদ মাহফিল ও দোয়ার আয়োজন করা হয়।
প্রায় ৫০ জন এতিম শিশুকে দুপুরের খাবারের ব্যবস্থা করা হয়। সার্বিক তত্ত্বাবধানে ও সহযোগিতায় ছিলেন বলরামপুর ইউনিয়ন শ্রমিকলীগের সভাপতি ও ৯ নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী মোঃ রাশেদ জামান ও প্রচার সম্পাদক এ আর বিল্লাল হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন, তিতাস উপজেলা শ্রমিকলীগের সভাপতি গাজী মোঃ সোহেল রানা, সিনিয়র সহ সভাপতি সোহেল সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক মুস্তফা কামাল সরকার, সাংগঠনিক সম্পাদক মান্নান মুনশি ও প্রচার সম্পাদক শফিকুল ইসলামসহ গাজীপুর যুব সমাজের আরও অনেকে।