তিতাস ইউনিয়ন আ’লীগ সম্পাদক ও মেম্বারের বিরুদ্ধে সামাজিক মাধ্যমে অপপ্রচার দাবি করে প্রতিবাদ সভা
সোনিয়া আফরিন।।
কুমিল্লার তিতাসে জিয়ারকান্দি ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. আবুল খায়ের ও স্বর্ণপদকপ্রাপ্ত স্থানীয় ওয়ার্ড মেম্বার মো. জাবেদ হোসেন এর নামে ফেইসবুকসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার করা হচ্ছে দাবি করে প্রতিবাদ সভা করেছে গ্রামবাসী।
ইউনিয়নের বাঘাইরামপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে আজ মঙ্গলবার বিকালে বাঘাইরামপুর গ্রামের প্রবীন সমাজ সেবক মো. খলিলুর রহমানের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
বাঘাইরামপুর, চেঙ্গাতুলী ও গোপালপুর গ্রামবাসীর ব্যানারে আয়োজিত প্রতিবাদ সভায় আবদুল হাই মোল্লার পরিচালনায় বক্তব্য রাখেন, সাবেক মেম্বার মো. সানাউল্লা, প্রবীণ মেম্বার মো. মরমআলী, বর্তমান মেম্বার মো. শফিকুল ইসলাম, সমাজ সেবক মোবারক হোসেন, মো. আবু তাহের, মো. আয়নাল হক, জাকির হোসেন মুন্সি ও তরুণ সমাজ সেবক মো. শফিউল্লা মোল্লা প্রমূখ।
প্রতিবাদ সভায় বক্তারা বলেন, আবুল খায়ের অত্যান্ত ভালো ও সমাজ সেবায় নিবেদিত একজন নেতা।
আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে তাঁর জনপ্রিয়তা তুঙ্গে থাকায় একটা কুচক্রী মহল ঈর্ষান্বিত হয়ে ফেইসবুকসহ সামাজিক মাধ্যমে এসব অপপ্রচার চালাচ্ছে।
তারা আরো জানায়, জাবেদ মেম্বার কুমিল্লা জেলায় স্বর্ণপদকপ্রাপ্ত একজন মেম্বার। তাকে নিয়ে ঐ সব মিথ্যাচার ও বানোয়াট গল্প সাঁজিয়ে অপপ্রচার চালিয়ে যাচ্ছে।
সভায় গ্রামবাসী একত্রিত হয়ে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়।
তিন গ্রামের জনগণ অঙ্গিকার করেন, আবুল খায়েরকে আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতিকে চেয়ারম্যান পদে যেকোন মূল্যে বিজয়ের মালা পড়িয়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে আরো শক্তিশালি করবে।