বর্তমানে সকল ধরণের ভূমি সেবা সম্পূর্ণ ক্যাশলেস। নামজারি বা ভূমি উন্নয়ন কর অনলাইনে জমির মালিক নিজেই ঘরে বসে পরিশোধ করতে পারেন। কোনো সেবা প্রদানের ক্ষেত্রে ভূমি অফিসের কোথাও নগদ লেনদেনের সুযোগ নেই বলে জানিয়েছে কুমিল্লা চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী অফিসার মো: জামাল হোসেন।
শুক্রবার (৯ই মে) সকালে একটি প্রেস বিজ্ঞটিতে এই তথ্য জানিয়েছে চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী অফিসার মো: জামাল হোসেন।
প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করেন, কুমিল্লার চৌদ্দগ্রামের মুন্সিরহাট ইউনিয়ন ভূমি অফিসের ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা এবং একই অফিসের অফিস সহায়ক ভূমি সংক্রান্ত বিভিন্ন সেবা প্রদানের জন্য সেবাগ্রহীতার নিকট থেকে অনৈতিক আর্থিক সুবিধা নিচ্ছেন মর্মে অভিযোগের প্রেক্ষিতে গত ৭ তারিখ তৎক্ষনাৎ ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা কাজী মো: ইউসুফ এবং অফিস সহায়ক মো: মনিরুজ্জামান কে সরকারি কর্মচারী শৃঙ্খল ও আপীল বিধিমালা, ২০১৮ অনুযায়ী কারণ দর্শানোর নির্দেশ দেয়া হয় এবং উভয়কে সাময়িক বরখাস্ত করে বিভাগীয় মামলা রুজু করার বাবস্থা গ্রহণ করা হয়।
বর্তমানে অভিযুক্ত সংশ্লিষ্ট ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা এবং অফিস সহায়ক চাকুরী থেকে সাময়িক বরখাস্ত রয়েছেন এবং তাদের বিরুদ্ধে বিভাগীয় মামলা চলমান রয়েছে। এছাড়াও উক্ত অফিসের অন্য কোনো কর্মচারী এর সাথে জড়িত রয়েছে কিনা সে বিষয়েও খতিয়ে দেখা হচ্ছে।
দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স। যে বা যারা দুর্নীতির সাথে জড়িত থাকবে তাদেরকে শাস্তির আওতায় আনা হবে।