প্রকাশ্যে কাটা হয়েছে বনবিভাগের পাহাড়
ডেস্ক নিউজ।
চট্টগ্রাম উত্তর বন বিভাগের করারহাট রেঞ্জের ফটিকছড়ির দাঁতমারা ইউনিয়নের বালুটিলা বাজার সংলগ্ন এলাকায় অবৈধভাবে পাহাড় কেটে নিয়েছে এক শ্রেণির অসাধু লোক।
জানা যায়, আনুমানিক ২০-২৫ দিন আগে বর্ষায় পাহাড়ে অবৈধভাবে বসবাস করে আসা স্থানীয় কয়েকজন ব্যক্তি এক জনপ্রতিনিধির ইন্ধনে রাস্তা বানানোর উদ্দেশ্যে পাহাড়টি অবৈধভাবে কেটে ফেলে।
ফলশ্রুতিতে বারইয়ারহাট-খাগড়াছড়ি সড়কটির পাশে পাহাড় ধসের আশঙ্কা তৈরি হয়েছে।
এদিকে পাহাড় কাটার বিষয়ে করারহাট রেঞ্জ কর্মকর্তা জসিম উদ্দিন জানান, ঊর্ধতন কর্তৃপক্ষকে অভিযোগ দেওয়া হয়েছে। এখনো কোনো মামলা হয়নি।
ফটিকছড়ি ইউএনও মো. মহিনুল হাসান বিস্ময় প্রকাশ করে বলেন, আমাদেরকে এত দিন বিষয়টি কেউ জানায়নি কেন?
এ বিষয়ে তদারকি করে প্রয়োজনীয় কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।সূত্র প্রতিদিনের সংবাদ