ফিলিং স্টেশনের আড়ালে গ্যাস বিক্রি : আটক ১৭, সিলিন্ডার ও কাভার্ডভ্যান জব্দ

 

নেকবর হোসেন।।

সিএনজি ফিলিং স্টেশন থেকে মিটার বিহীন অবস্থায় অবৈধভাবে গ্যাস বিক্রির দায়ে ১৭ জনকে আটক করেছে র‌্যাব। রবিবার (১৯ সেপ্টেম্বর) ফেনীর দেবিপুর এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।

এসময় অবৈধভাবে গ্যাস সরবরাহকৃত ৫টি কাভার্ডভ্যানে ৬০২টি সিলিন্ডার গ্যাসের বোতল ও নগদ টাকা জব্দ করা হয়।

বিষয়টি নিশ্চিত করে র‌্যাব-১১ এর উপ-পরিচালক মেজর মোহাম্মদ সাকিব হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে গভীররাতে তাদেরেকে আটক করা হয়।

আটককৃত ব্যক্তিরা সকলেই গ্যাস চোর চক্রের সদস্য। এই চক্রটি সিএনজি ফিলিং স্টেশনের আড়ালে বিশেষ প্রক্রিয়ায় কাভার্ড ভ্যানের ভিতর সিলিন্ডার স্থাপন করে মিটার ব্যতীত মূল গ্যাস লাইন থেকে গ্যাস মজুদ করে তা অবৈধভাবে চট্টগ্রাম, কক্সবাজার, নোয়াখালী, লক্ষীপুরসহ দেশের বিভিন্ন এলাকায় গ্যাস সরবরাহ করে আসছে। যেসব এলাকায় গ্যাস সংযোগ নেই সেসব এলাকার বিভিন্ন কারখানায় এসব গ্যাস চড়ামূল্যে বিক্রি করতো। গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে ফেনী জেলার ফেনী মডেল থানায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আটককৃতরা হলো ফেনী জেলার সদর থানার উত্তর শর্শদী গ্রামের মৃত ফরিদ উদ্দিনের পুত্র মোঃ তাহের (৩৩), ছাগলনাইয়া থানার পশ্চিম সবু গ্রামের মজিবর রহমানের ছেলে মোঃ সাইদুর রহমান (২০), দক্ষিণ আধার মানিক গ্রামের মৃত নূর ইসলামের ছেলে মোঃ সাইদুল ইসলাম রনি (২৮), লক্ষীপুর গ্রামের গোপী হরি গ্রামের শিবু (২১), একই গ্রামের রায়কমল দাসের ছেলে যাদব কুমার দাস (২৬), রামগতি থানার শিক্ষাগ্রামের মোঃ ওয়াজেদ মিয়ার ছেলে মোঃ হামীম (২০), শ্যামল গ্রামের আবু সায়েদের ছেলে মোঃ মাহমুদুল হাসান (৩২), শিক্ষা গ্রামের আঃ মালেকের ছেলে মোঃ রাশেদ (২২), সুবর্ণচর থানার জাহাজমারা গ্রামের আবুল কালামের ছেলে মোঃ রায়হান (২৭), কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানার বসন্তপুর গ্রামের ওলিউর রহমানের ছেলে মোঃ সুমন ফরাজী (২৪), খেয়াস গ্রামের মৃত আলী আহম্মেদের ছেলে মোঃ নাছির উদ্দিন (৪৭),

নাঙ্গলকোট থানার সারদাতলী গ্রামের আঃ খালেকের পুত্র মোঃ ইব্রাহীম (২৭), মদনপুর গ্রামের মৃত আবু বক্করের পুত্র মোঃ সোহাগ (৪১), দক্ষিণ সান্ধ্যকরা গ্রামের আবু রশিদের ছেলে মোঃ ইকবাল হোসেন (২১), চট্টগ্রাম জেলার সাতকানিয়া থানার হারিণতোয়া গ্রামের মৃত আব্দুর সবুরের ছেলে মোঃ জুনায়েদ হোসেন (৩১), একই থানার মনিয়াবাদ গ্রামের মৃত আব্দুল জব্বারের ছেলে মোঃ নূর ইসলাম (৩৭) ও লোহাগড়া থানার ভবানীপুর গ্রামের মৃত ফজলুল করিমের ছেলে মোঃ নাছির (৪২)।

আরো পড়ুনঃ