স্টাফ রিপোর্টার।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে কুমিল্লা প্রেসক্লাবের নবনির্বাচিত নির্বাহী কমিটির সদস্যবৃন্দরা।
বৃহস্পতিবার বিকালে সংগঠনটির (২০২৪-২০২৬)নবনির্বাচিত কুমিল্লা প্রেসক্লাবের সভাপতি কাজী এনামুল হক ও সাধারণ সম্পাদক জাহিদ হাসানসহ নির্বাহীকমিটির সদস্য বৃন্দ বঙ্গবন্ধু প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন ।
নগরের পার্কে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান নবনির্বাচিত কমিটির সহ-সভাপতি মোহাম্মদ নজরুল ইসলাম দুলাল, সহ-সাধারণ সম্পাদক বাহার উদ্দিন রায়হান, অর্থ সম্পাদক তাওহীদ হোসেন মিঠু, পাঠাগার সম্পাদক জি এম জামাল উদ্দিন দামাল, প্রচার ও প্রকাশনা সম্পাদক এন. কে রিপন, বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিষয়ক সম্পাদক মোঃ নেকবর হোসেন, সাহিত্য সাংস্কৃতি ও ক্রীড়া বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন জাকির, এছাড়াও নির্বাহী সদস্য আনোয়ার হোসাইন , মামশাদ কবির,জসিম উদ্দিন কনক, মোঃ কামাল উদ্দিন । এসময় বিদায়ী কমিটির সিনিয়র সহ-সভাপতি রফিকুল ইসলাম উপস্থিত ছিলেন।
শ্রদ্ধা নিবেদন শেষে নবনির্বাচিত সভাপতি কাজী এনামুল হক বলেন,বঙ্গবন্ধু বলেছিলেন তোমাদের কলম হোক শোষণ মুক্তির একমাত্র হাতিয়ার। বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় দৃষ্টান্ত স্থাপনে কাজ করবে কুমিল্লা প্রেসক্লাব।
উল্লেখ্য, এর আগে রবিবার (২৮ জুলাই) নির্বাচনে একাত্তর টেলিভিশনের নিজস্ব প্রতিবেদক এনামুল হক ফারুক সভাপতি ও মানব জমিনের স্টাফ রিপোর্টার জাহিদ হাসান সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।