বাংলাদেশের বিপক্ষে সিরিজ হার নিয়ে যা বললেন রিকি পন্টিং

বাংলাদেশের বিপক্ষে সিরিজ হার নিয়ে যা বললেন রিকি পন্টিং

স্পোর্টস ডেস্ক নিউজ।।

সদ্য সমাপ্ত বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজে ৪-১ ব্যবধানে হেরেছে সফরকারী অস্ট্রেলিয়া। বাংলাদেশের মাটিতে এই সিরিজ হারের কারণ হিসেবে কন্ডিশনকে দুষছেন অস্ট্রেলিয়ার সবচেয়ে সফল অধিনায়ক রিকি পন্টিং।
কন্ডিশনের কারণেই বাংলাদেশ এমন দাপট দেখিয়েছে- এমন ইঙ্গিতই দিয়েছেন তিনি।

অজিদের ভরাডুবি প্রসঙ্গে পন্টিং বলেন, ‘বাংলাদেশের কন্ডিশনে অস্ট্রেলিয়া দলটি অনভ্যস্ত হওয়ায় পারফরম্যান্সে ভরাডুবি হয়েছে। এমন কন্ডিশনে আমাদের স্কিল ও জ্ঞানের স্বল্পতা আবারও ব্যর্থতা ডেকে আনল। ক্রিকেট নিয়ে যতটুকু স্মৃতি আমার মনে পড়ে ততটুকুতেই এই কন্ডিশন নিয়ে আমাদের ভোগান্তি বিদ্যমান। বেশি ভোগান্তিতে পড়তে হয়েছে টেস্টে।’

বাংলাদেশে ব্যর্থতার পেছনে অস্ট্রেলিয়ার কয়েকজন তারকার অনুপস্থিতিতেও দায়ী করেছেন পন্টিং। তিনি বলেন, ‘সফরে অস্ট্রেলিয়ার প্রথম সারির অন্তত ১০ জন ক্রিকেটার ছিলেন না। বিশ্বকাপে তারা ফিরলে দল ঠিকই ভালো করবে।

৩-৪ মাস ধরে যারা খেলায় নেই তাদের শীর্ষস্থানীয় ক্রিকেটারদের বিরুদ্ধে খেলা দরকার। বিশ্বকাপের কন্ডিশনে, আইপিএলের মতো লিগে তাদের সেরা প্রস্তুতি হতে পারে।’

আরো পড়ুনঃ