বার্ডের অতিরিক্ত মহাপরিচালক পদে
সফিকুল ইসলামের যোগদান
নেকবর হোসেন।।
বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি (বার্ড) এর জ্যেষ্ঠতম পরিচালক (প্রশাসন) মো. সফিকুল ইসলাম সোমবার (২৮ জুন) অতিরিক্ত মহাপরিচালক পদে যোগদান করেছেন। এর আগে বার্ডের সুপিরিয়র সিলেকশন বোর্ড অতিরিক্ত মহাপরিচালক পদে তাঁর নাম সুপারিশ করেন। গত ১৩ জুন প্রধানমন্ত্রী উক্ত সুপারিশ অনুমোদন করেন।
বার্ডের সহকারী পরিচালক (জনসংযোগ) আবদুল্লা-আল-মামুন জানান, মো. সফিকুল ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয় হতে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিষয়ে স্নাতক ও স্নাতোকত্তর ডিগ্রি অর্জন করেন।
তিনি বাংলাদেশ নির্বাচন কমিশনে জনসংযোগ কর্মকর্তা হিসেবে ১৯৯১-১৯৯৪ পর্যন্ত কর্মরত ছিলেন। এরপর ১৯৯৪ সালে বার্ডে উপপরিচালক পদে যোগদান করেন। তিনি দেশে-বিদেশে বিভিন্ন প্রশিক্ষণ ও সেমিনারে অংশগ্রহণ করেন।