র্যাব -১১এর অভিযানে মাদক ব্যবসায়ী আটক
স্টাফ রিপোর্টার।।
কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার সুয়াগাজী বাজার এলাকা থেকে ১৭ বোতল ফেন্সিডিলসহ মোঃ দুলাল মিয়া নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব -১১ তার কাছে থাকা একটি মোটরসাইকেল জব্দ করে ।
গ্রেফতারকৃত দুলাল মিয়া কুমিল্লা সদর দক্ষিণ থানার দড়ি বট গ্রামের মৃত সুরুজ মিয়ার ছেলে।
র্যাব জানায় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব- ১১ সিপিসি-২ একটি অভিযানিক দল শনিবার রাতে কুমিল্লা জেলার সদর দক্ষিণ সুয়াগাজী বাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন
অভিযানে মোটরসাইকেলে করে মাদক দ্রব্য ক্রয় বিক্রয়ের সময় ১৭ বোতল ফেনসিডিলসহ দুলাল (৪০)কে মাদক সহ হাতেনাতে গ্রেফতার করতে সক্ষম হয়।
জিজ্ঞাসাবাদে দুলাল জানান সে বহুদিন যাবত ফেনসিডিল সহ বিভিন্ন ধরনের মাদক দ্রব্য ক্রয় বিক্রয় ও সরবরাহ করে আসছিল।
সেসময় মাদকদ্রব্য পরিবহনের কাজে ব্যবহৃত মোটরসাইকেলটিও জব্দ করা হয় ।
গ্রেফতারকৃত দুলাল মিয়া(৪০) বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।