শ্রমিকলীগ নেতা নূর নবী সরকারের উদ্যোগে ১৫ আগস্ট পালন
হালিম সৈকত, কুমিল্লা।।
১৫ আগস্ট জাতীয় শোক দিবস। ইতিহাসের কলঙ্কিত দিন। স্বাধীনতার স্থপতি, মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকী। জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে বাঙালি জাতি গভীর শ্রদ্ধার সঙ্গে দিবসটি পালন করেছে।
এরই ধারাবাহিকতায় তিতাস উপজেলার নারান্দিয়া ইউনিয়ন শ্রমিকলীগের উদ্যোগে পালন করেছে জাতির পিতার ৪৬তম মৃত্যু বার্ষিকী।
১৫ আগস্ট বিকাল ৫ টায় নারান্দিয়া ইউনিয়নের
কাচারী বাজারে মিলাদ, দোয়া ও কাঙ্গালি ভোজের আয়োজন করেন সংগঠনটির নারান্দিয়া ইউনিয়নের সভাপতি মোঃ নুর নবী সরকার।
সার্বিক তত্ত্বাবধানে ছিলেন, বালুয়াকান্দি আ’লীগের সাধারণ সম্পাদক মোঃ ওবায়দুর রহমান, নারান্দিয়া ইউনিয়ন যুবলীগের সহ সভাপতি তোফায়েল আলম।
এ সময় আরও উপস্থিত ছিলেন বালুয়াকান্দি আ’লীগের সভাপতি শাহনেওয়াজ রহমতউল্লাহ, সাবেক সেনা সদস্য বীর মুক্তিযোদ্ধা সাইদুর রহমান, ছাত্রলীগ নেতা হাসান উল্লাহ, তাড়িয়াকান্দির মনির হোসেন মেম্বার ও আ’লীগ নেতা হুমায়ূন কবির প্রমূখ।