সাংবাদিক শাহাজাদা এমরানের মায়ের আত্নার মাগফেরাত কামনায় সাংবাদিক সমিতির দোয়া অনুষ্ঠান
নেকবর হোসেন।।
বাংলাদেশ সাংবাদিক সমিতি কুমিল্লা জেলার সাধারণ সম্পাদক শাহাজাদা এমরানের মায়ের আত্নার মাগফেরাত কামনা করে মিলাদ ও দোয়া অনুষ্ঠান আয়োজন করা হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে কুমিল্লা টাউন হলের কনফারেন্স রুমে বাংলাদেশ সাংবাদিক সমিতি কুমিল্লা জেলা শাখা এ অনুষ্ঠানের আয়োজন করেছে।
সাংবাদিক সমিতি কুমিল্লা জেলার সভাপতি ইয়াসমীন রীমার সভাপতিত্বে ও সহ সভাপতি ওমর ফারুকী তাপসের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সাংবাদিক সমিতির সিনিয়র সহ সভাপতি খায়রুল আহসান মানিক ও সাধারণ সম্পাদক শাহাজাদা এমরান। মিলাদ ও দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন সাংবাদিক সমিতির সদস্য মাওলানা মো. আবু হানিফ।
বাংলাদেশ সাংবাদিক সমিতি কুমিল্লা জেলা শাখা কর্তৃক আয়োজিত এ দোয়া অনুষ্ঠানে কুমিল্লায় কর্মরত জাতীয় ও স্থানীয় পত্রিকার বিভিন্ন সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ১২ জুলাই (সোমবার) রাত পৌনে ৯টায় দৈনিক আমাদের কুমিল্লার ব্যবস্থাপনা সম্পাদক ও বাংলাদেশ সাংবাদিক সমিতি কুমিল্লা জেলা শাখার সাধারণ সম্পাদক সাংবাদিক শাহাজাদা এমরানের মা রাশিদা বেগম ইন্তেকাল করেছেন । মৃত্যুকালে তিনি তিন ছেলে, দুই মেয়ে, নাতি নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।