আইসিটি উইক উপলক্ষে প্রোগ্রমিং কনটেস্ট এবং সেমিনার অনুষ্ঠিত

আব্দুল্লাহ, কুবি প্রতিনিধি।

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) আইসিটি ডিপার্টমেন্ট ও আইসিটি এ্যাসোসিয়েশন কর্তৃক আইসিটি উইক উপলক্ষে অরবিটেক্স আয়োজিত প্রোগ্রামিং কনটেস্ট এবং ‘Blueprint of a Modern Software Engineer’ শীর্ষক সেমিনার আয়োজিত হয়।

মঙ্গলবার, (৩ অক্টোবর) সকাল ১০টা- দুপুর ১টা প্রর্যন্ত বিশ্ববিদ্যালয়ের আইসিটি ল্যাবে কোডিং টেস্ট এবং ৩ টার সময় সিমিনার অনুষ্ঠিত হয়। কোডিং টেস্টে বিশ্ববিদ্যালয়ের চারটি বিভাগের ৫০ জন প্রোগ্রামার উপস্থিত ছিলো।

উক্ত সেমিনারে উপস্থিত ছিলেন ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজি বিভাগের চেয়ারম্যান ড. মো. সাইফুর রহমান। এছাড়াও বক্তা হিসেবে উপস্থিত ছিলেন অরবিটেক্স কোম্পানির চিফ টেকনোলজি অফিসার হাসান শাহারিয়ার মাসুদ, প্রধান সফটওয়্যার ইন্জিনিয়ার আশিস পাল এবং শামীম এহসান।

এই বিষয়ে জানতে চাইলে বিভাগের চেয়ারম্যান ড. মো. সাইফুর রহমান বলেন, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের আইসিটি ডিপার্টমেন্ট যে এগিয়ে যাচ্ছে তার বড় একটি নজির আজকের অরবিটেক্সের এই রিক্রুটমেন্ট। প্রোগ্রামিং কনটেস্ট থেকে তারা ভালো প্রোগ্রামারদের রিক্রুট করবে। এই রিক্রুটমেন্ট আসার কারণ হলো আইসিটি ডিপার্টমেন্টের প্রোগ্রামিং টিম যেভাবে লিড দিচ্ছে বাংলাদেশে সেটা দেখেই তারা নিজ থেকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে এসেছেন। স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয়ে নতুন কারিকুলাম নিয়ে আমরা যেভাবে এগিয়ে যাচ্ছি এতে আমাদের ভিসি স্যারেরও একটি পজিটিভ মোটিভ আছে। আইসিটি ও সিএসই ডিপার্টমেন্ট এর মাধ্যমে কুমিল্লা বিশ্ববিদ্যালয় এগিয়ে যাবে এ বিষয়টি তিনি ধারণ করেন। আমরাও এই বিশ্বাসটি নিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করছি।

অরবিটেক্স কোম্পানির চিফ টেকনোলজি অফিসার হাসান শাহারিয়ার মাসুদ বলেন, আমাদের এখানে আসার ক্ষেত্রে কিছু উদ্দেশ্য ছিলো। প্রথমত এখান থেকে স্টুডেন্টদেরকে ইন্ডাস্ট্রিতে নিয়োগ দেয়া। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে অনেক ভালো ভালো স্টুডেন্ট আছে যাদের থেকে আমরা নিয়োগ দিতে পারি। এক্ষেত্রে আমরা আমাদের আইডিয়া এবং রিকোয়ারমেন্ট গুলো নিয়ে ফ্যাকাল্টির সাথে আলোচনা করেছি। তাঁরা সেই অনুযায়ী কিছু পরিবর্তন আনবেন। এছাড়া ইন্ডাস্ট্রির সাথে স্টুডেন্টদের পরিচয় করিয়ে দেয়াটাও আমাদের উদ্দেশ্য। এতে করে ইন্ডাস্ট্রিতে আসলে কী ধরণের কাজ হয়, কী ধরণের স্কিল দরকার, কী ধরণের স্কিল হলে কী ধরণের কোম্পানিতে জব পেতে পারবে এ বিষয়গুলো স্টুডেন্টদের ক্লিয়ার করার চেষ্টা করছি। এগুলো তাদের মোটিভেশনে সাহায্য করবে।

উল্লেখ্য, গত দুই বছরে আইসিটি ডিপার্টমেন্টের প্রোগ্রামিং টিম প্রোগ্রামিং কনটেস্টে চট্টগ্রাম অঞ্চলে দুইবার চ্যাম্পিয়ন হয়। এছাড়াও সাউথ এশিয়ান একটি কনটেস্টে ২৯ তম এবং বাংলাদেশের মধ্যে অষ্টম স্থান অর্জন করে।

আরো পড়ুনঃ