বিশেষ প্রতিনিধি।
কুমিল্লার চৌদ্দগ্রামের কাশিনগর ইউনিয়নে রামচন্দ্রপুর এলাকার কলাবাগান বাজারে কাকড়ি নদীর ধারে বস্তাবন্দী অবস্থায় ওই নবজাতক কন্যা শিশুকে উদ্ধার করেছে এলাকাবাসী।
রামপুরনচন্দ্রপুর গ্রামের বাসিন্দা নূর হোসাইন রাজিব জানান, শুক্রবার বিকেল আনুমানিক সাড়ে তিনটার দিকে স্থানীয় এক কৃষক হানিফ মিয়া নদীর ধারে কচুর ফুল সংগ্রহ করতে গেলে দেখতে একটি সাদা বস্তা দেখতে পায়। পরে এতে কিছু একটা থাকতে পেরে সন্দেহ হওয়ায় স্থানীয়দের জানালে লোকজন এসে শিশুটিকে উদ্ধার করে। সাথে সাথেই শিশুটিকে স্থানীয় এক চিকিৎসকের কাছে চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হয়। পরে রামচন্দ্রপুর গ্রামের সাখাওয়াত হোসেন সবুজ দম্পতির কাছে শিশুটিকে রাখা হয়।
চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ত্রিনাথ সাহা বলেন, আমরা বিষয়টির খোঁজখবর নিয়েছি এবং আপাতত শিশুটিকে সবুজ দম্পতির কাছে রাখা হয়েছে। আগামীকাল শনিবার তার বিষয়ে যথাযথ ব্যবস্থা নেবেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সমাজসেবা অধিদপ্তর।
চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর আহমেদ জানান, শিশুটির আনুমানিক বয়স ৩-৪ দিন। তাই তাকে মায়ের দুধ খাওয়ানোর জন্য আপাতত সবুজ ও তার স্ত্রীর হেফাজতে রাখা হয়েছে। শনিবার আমরা তার বিষয়ে আরো তথ্য সংগ্রহ করে এবং স্থানীয় জন প্রতিনিধিদের সাথে কথা বলে আইনগত ব্যবস্থা নিব।