কুমিল্লায় দুই সৎ ভাইকে হত্যার দায়ে বড় ভাইয়ের ফাঁসির আদেশ

স্টাফ রিপোর্টার।

কুমিল্লার সদর দক্ষিণে দুই নাবালক সৎ ভাইকে হত্যার দায়ে আরেক এক সৎ ভাইয়ের ফাঁসির আদেশ দিয়েছেন কুমিল্লার আদালত।

সোমবার (২৭ মার্চ) এ রায় দেন কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রাজজ ৫ নং আদালতের বিচারক জাহাঙ্গীর হোসেন।

দন্তপ্রাপ্ত আসামি আল শফিকুল ইসলাম প্রকাশ ছোটন কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার দক্ষিণ রসুলপুর গ্রামের আবুল কালাম প্রকাশ এর ছেলে।

মামলার বিবরণে জানাযায় ২০১৬ সালের ২৭ ফেব্রুয়ারি মো: আল সফিউল ইসলাম প্রকাশে ছোটন দুই সৎ ভাই মেহেদী হাসান জয় (৮) এবং মেজবাউল হক মনি (৬) কে গলাটিপে ও বালিশ চাপা দিয়া হত্যা করে পালিয়ে যায়।

এ ঘটনায় নিহত দুই শিশুর মা রেখা বেগম বাদী হয়ে সৎ ছেলে মো: আল শফিউল ইসলাম প্রকাশে ছোটন (২৩) কে আসামি করে ওই দিন কুমিল্লা সদর দক্ষিণ থানায় মামলা দায়ের করেন।

২০১৬ সালের ১ মার্চ থানা পুলিশ আসামিকে গ্রেপ্তার করলে আসামি স্বীকারোক্তিমুলক জবানবন্দি দেন। এই মামলার ২০ জন সাক্ষীর মধ্যে ১৩ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহন শেষে ও আসামির স্বীকারোক্তিমুলক জবানবন্দি পর্যালোচনাক্রমে আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে মৃত্যুদণ্ড ও দশ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন বিজ্ঞ আদালত।

আরো পড়ুনঃ