কুমিল্লায় শিক্ষাবোর্ডে, পাসে ছেলেরা, জিপিএ-৫ এ এগিয়ে মেয়েরা

 

রুবেল মজুমদার।।

কুমিল্লা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডে এসএসসি পরীক্ষার ফলাফলে পাসের হার ও জিপিএ-৫ প্রাপ্তির সংখ্যা কমেছে। তবে এবার পাশের ছেলেরে এগিয়ে থাকলেও মেয়েরা জিপি এগিয়ে রয়েছে।

 

শুক্রবার (২৮ জুলাই ) সকালে কুমিল্লা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মাদ ড.মো আসাদুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।

গেল বছর এ বোর্ডে পাসের হার ছিল ৯১.২৮ শতাংশ। এবার পাসের হার ৭৮.৪২ শতাংশ। গত বছরের তুলানায় পাসের হার কমেছে ১২ দশমিক ৮৬ শতাংশ । তবে মেয়েদের তুলনা এবার পাসের হারে ছেলেরা এগিয়ে রয়েছে। ছেলেরা পাস করছে শতকরা ৭৮ দশমিক ৭৯ শতাংশ,আর মেয়েরা পাস করছে শতকরা ৭৮ দশমিক ১৪ শতাংশ।

গেল বছরের তুলনা জিপিএ-৫ কমেছে ৩ হাজার ৩২৭টি। তবে ছেলেদের তুলনা জিপিএ-৫-এ মেয়েরা গত বছরের এগিয়ে রয়েছে। এবার ছেলেরা জিপিএ-৫ পেয়েছে ৪,৭০৫ জন আর মেয়েরা পেয়েছে ৬,৯১৮জন।

এ বছর পরীক্ষায় অংশগ্রহণ করে এক লাখ ৮২ হাজার ৬৩৫ জন। পাস করেছে এক লাখ ৪৩ হাজার ২১৬ জন। জিপিএ-৫ পেয়েছে ১১ হাজার ৬২৩ জন।

সবচেয়ে বেশি পাস করেছে বিজ্ঞান বিভাগে।
কম পাস করেছে মানবিকে। বিজ্ঞান বিভাগে পাসের হার ৯৫ দশমিক ৮৪ শতাংশ, মানবিকে পাস করেছে ৬১ দশমিক ৮৪ শতাংশ শিক্ষার্থী।
এছাড়া ব্যবসায় শিক্ষা বিভাগে পাস করেছে ৭৯ দশমিক ১১ শতাংশ শিক্ষার্থী।

উল্লখ্য শতভাগ পাস করেছে কুমিল্লায় ৭৯ টি,এছাড়া পরীক্ষা নিয়ম ভঙ্গ করার কারণে ৮২ জন শিক্ষার্থী কে বহিষ্কার করা হয়।

আরো পড়ুনঃ