কুমিল্লায় টিসিবির সাশ্রয়ী মূল্যে চাউল বিক্রি শুরু

 

ডেস্ক নিউজ।।

নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী মূল্য স্থিতিশীল রাখতে ভোক্তাদের জন্য সাশ্রয়ী মূল্যে সারাদেশের ন্যায় কুমিল্লায় সকাল থেকে চাউল বিক্রি শুরু করেছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)।

সকালে জেলা প্রশাসক কার্য্যালয়ের সামনে খোলা ট্রাকের মাধ্যমে ৩০টাকা কেজি দরে চাউল বিক্রির কায্যাক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক মো: কামরুল হাসান।

এসময় জেলা খাদ্য নিয়ন্ত্রক এস এম কায়সার আলী,সহকারি খাদ্য নিয়ন্ত্রণ মোখলেসুর রহমান,খাদ্য পরিদর্শক মনিরুজ্জামান,সিটিকর্পোরেশন কাউন্সিলর গোলাম সারওয়ার শিপনসহ জেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কুমিল্লা সিটিকর্পোরেশনের ২৩টি দোকান ও ৭টি ট্রাকে প্রতিদিনসকাল ৯টা থেকে বিকেল ৫টা নাগাদ টিসিবির এ কাযক্রম চলবে। প্রতিজন ৫কেজি করে ৩০টাকা দরে চাউল কিনতে পারবেন।

আরো পড়ুনঃ