কুমিল্লা ইপিজেড এর রাসায়নিক বর্জে ক্ষতিগ্রস্থ কৃষকদের সাথে আলোচনা সভা

 

বিশেষ  প্রতিনিধি।

কুমিল্লা ইপিজেড এর রাসায়নিক বর্জে ক্ষতিগ্রস্থ গ্রামের কৃষক সমবায়ীদের সাথে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার কুমিল্লা জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এ সভাপর আয়োজন করেন কুমিল্লা জেলা কৃষক সমবায়ী ঐক্য পরিষদ।

কুমিল্লা জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান এর সভাপতিত্বে ও কুমিল্লা জেলা কৃষক সমবায়ী ঐক্য পরিষদের সভাপতি এডভোকেট মুহম্মদ আখতার হোসাইন এর পরিচালনায় সভায় বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ শাহাদাত হোসেন, কুমিল্লা ইপিজেট এর সুপারিনটেনডেন্ট ইঞ্জিনিয়ার মোঃ নুরুজ্জামান মিয়া, পরিবেশ অধিদপ্তর,কুমিল্লার উপ-পরিচালক শওকত আরা কলি, কুমিল্লা সিটি কর্পোরেশনের নির্বাহী প্রকৌশলী মোঃ মাঈন উদ্দিন চিশতি, কৃষক সমবায়ী ঐক্য পরিষদের শামছুল হক, শহিদুল হক স্বপন, মোহাম্মদ আলী ফারুকসহ অন্যরা।

মতবিনিময় সভায় বক্তরা বলেন, কুমিল্লা ইপিজেড এর বর্জ্য পানি ওই অঞ্চলের তিনটি খালে ছেড়ে দেয়ার ফলে মানুষের শারীরিক সমস্যাসহ ক্ষতিগ্রস্থ হচ্ছে এ অঞ্চলের ফসলের। ক্ষতিগ্রস্থ হচ্ছে কৃষকরা। বিষয়টি দ্রুত সমাধান করতে হবে।

সভায় বিষয়টি সমাধানের জন্য কুমিল্লা জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ শাহাদাত হোসেন কে আহবায়ক করে সিটি কর্পোরেশ,পরিবেশ অধিদপ্তর ও কৃষক সমবায় প্রতিনিধিদের নিয়ে একটি কমিটি গঠন করার নির্দেশনা দেন।

আরো পড়ুনঃ