বিশেষ প্রতিনিধি।
কুমিল্লার বালুতুপা এলাকায় জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে ২ টি আগ্নেয়াস্ত্র,১২ রাউন্ড গুলি, ৩ টি ম্যাগজিনসহ ৪ অস্ত্র কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। এসময় অস্ত্র কারবারে ব্যবহৃত ২ টি মোটর সাইকেল জব্দ করেছে ডিবি পুলিশ।
বৃহস্পতিবার রাতে কুমিল্লা সদর উপজেলার ভারতীয় সীমান্তবর্তী বালুতোপা গ্রামে অস্থায়ী পুলিশ চেকপোষ্ট পরিচালনা করে অস্ত্রসহ ৪অস্ত্র কারবারিকে আটক করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলো কুমিল্লা নগরের ২য় মুরাদপুরের মোঃ রিপন, ঠাকুরপাড়ার সাজ্জাদ আলম, একই এলাকার মোস্তফা রেজওয়ান হায়দার, চর্থার কাজী আল রাব্বি ।
শুক্রবার দুপুরে জেলা পুলিশ সুপার কার্যালয় এক সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার নাজমুল হাসান রাফি জানান, গ্রেপ্তারকৃত রেজওয়ানের ঠাকুরপাড়ার বাড়ি থেকে ৭ রাউন্ড গুলি, ২ টি ম্যাগজিন ও ২ টি পিস্তলের কভার উদ্ধার করা হয় । ভারতীয় সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধ অস্ত্র -গুলি সংগ্রহ করে দেশের বিভিন্ন জায়গায় বিক্রয় করে থাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে ডিবি পুলিশের কাছে স্বীকার করে।
আসামির রিপনের বিরুদ্ধে অস্ত্র ও ডাকাতিসহ তিনটি মামলা, রাব্বি ও রেজওয়ান এর বিরুদ্ধে একটি করে মামলা রয়েছে।