কুমিল্লা-৭আসন ও নয় উপজেলায় চেয়ারম্যান পদে আ.লীগের প্রার্থী যাঁরা

 

মামুন সরকার।।

আওয়ামী লীগের সংসদীয় ও স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভা আজ শনিবার সকালে গণভবনে দলের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
কুমিল্লা-৭ আসনের উপনির্বাচনসহ নয় উপজেলা ও এক পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন চূড়ান্ত করা হয়েছে। গণভবনে আওয়ামী লীগের সংসদীয় ও স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভায় আজ শনিবার সকালে প্রার্থীদের মনোনীত করা হয়। সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগের সংসদীয় ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এর মধ্যে কুমিল্লা-৭ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগ থেকে মনোনয়ন পেয়েছেন ডা. প্রাণ গোপাল দত্ত। তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) সাবেক উপাচার্য ও কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সহসভাপতি।

এ ছাড়া নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন মো. সামসুল ইসলাম ভূঁইয়া।

নরসিংদী সদর উপজেলায় চেয়ারম্যান পদে মনোনয়ন পেয়েছেন আফতাব উদ্দিন ভূঞা।

কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলায় চেয়ারম্যান পদে মনোনয়ন পেয়েছেন মো. রকিবুল হাসান শিবলী।

নেত্রকোনার খালিয়াজুরী উপজেলায় চেয়ারম্যান প্রার্থী হিসেবে মনোনীত হয়েছেন মো. রাব্বানী জব্বার।

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে মনোনয়ন পেয়েছেন ভানু লাল রায়।

চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় চেয়ারম্যান প্রার্থী হিসেবে মনোনীত হয়েছেন নাছরিন জাহান চৌধুরী।

ফেনী সদর উপজেলায় চেয়ারম্যান পদে মনোনয়ন পেয়েছেন শুসেন চন্দ্র শীল।

এ ছাড়া গোদাগাড়ী পৌরসভার উপনির্বাচনে মেয়র প্রার্থী হিসেবে মনোনীত হয়েছেন মো. অয়েজ উদ্দিন বিশ্বাস।

এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৭৩ নম্বর ওয়ার্ডের উপনির্বাচনে কাউন্সিলর প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন মো. জিয়াউল হক।

আরো পড়ুনঃ