নিজস্ব প্রতিবেদক।।
গত ৭ জুলাই দুটি মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হয়েছিল ছয় বন্ধু। রাজশাহীর বাগমারা উপজেলার একটি সড়কে টিকটকের জন্য মোটরসাইকেল চালানোর দৃশ্য মোবাইল ফোনে ভিডিও করছিল তারা। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে একটি মোটরসাইকেল সড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কা খায়। আহত তিন জনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে মৃত্যু হয় ১৫ বছরের কিশোর আফিফ হোসেনের। নিহত আফিফ তাহেরপুর শহরের কোয়ালীপাড়া গ্রামের আবদুল হান্নানের ছেলে। সে জামগ্রাম উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র ছিল।
এখানেই শেষ নয়,গত ৮ জুলাই নোয়াখালীর চাটখিল উপজেলার শিবপুর গ্রামের মঞ্জুরুল ইসলামের মেয়ে সানজিদা। সে শিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী সানজিদা ঘরের আলমারির ওপর উঠে আড়ার সঙ্গে ফাঁস দেওয়ার অভিনয় করে টিকটক ভিডিও তৈরি করছিল। ১১ বছরের কিশোরী সানজিদা আক্তার পা পিছলে গলায় ফাঁস লেগে যায় তার। তাৎক্ষণিকভাবে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করে।
গত ১২ জুলাই কুমিল্লায় চলন্ত ট্রেনের ছাদে টিকটক করতে গিয়ে পা পিছলে ১৫ বছরের কিশোর মেহেদী হাসানের মৃত্যু হয়।
বিনোদনের অন্যতম জনপ্রিয় মাধ্যম হলেও চলতি বছরে অনলাইনে ভিডিও শেয়ারিং প্ল্যাটফরম টিকটক করতে গিয়ে ১০ জন তরুণ-তরুণী প্রাণ হারিয়েছে।
মোবাইল ফোনে বর্তমান প্রজন্মের কাছে সবচেয়ে জনপ্রিয় অ্যাপস টিকটক।
গত কয়েক বছর যাবৎ চীনা শর্ট ভিডিও মেকিং প্ল্যাটফরম টিকটকের অপব্যবহার এতটা বেড়েছে যে, বর্তমান প্রজন্মের তরুণ-তরুণীদের মধ্যে মৃত্যুফাঁদ হিসেবে আবির্ভূত হয়েছে টিকটক।
তাছাড়া পাড়া মহল্লায় টিকটক নিয়ে কিশোর গ্যাং গড়ে উঠছে।
পাশাপাশি বিবাহ বিচ্ছেদ, পরকীয়া, বিকৃতভাবে শারীরিক অঙ্গভঙ্গি প্রদর্শনের মাধ্যমে ভাইরাল হওয়ার মনোভাবসহ নৈতিক অবক্ষয় ও নানাবিধ সামাজিক অপরাধসমূহেরও অন্যতম কারণ এই অ্যাপসটি।
বিভিন্ন সময় দেখা যায় প্রধানমন্ত্রীর ছবি বা বিভিন্ন শীর্ষস্থানীয় স্বনামধন্য ব্যক্তিবর্গের ছবি কেউ টিকটক ভিডিও বানাতে ব্যঙ্গাত্মক রূপে প্রকাশ করা হয়।
তথ্য নিয়ে জানা গেছে, গত বছরের টিকটক বানানোর প্রলোভনে ভারতে তরুণী পাচার করা হয়েছিল। গত বছরের জুন মাসে টিকটকের ফাঁদে ফেলে এক তরুণীকেও ধর্ষণ করা হয়। এছাড়া পাড়া-মহল্লায় কিশোর গ্যাং গড়ে উঠেছে তার অন্যতম কারণ টিকটক। কিন্তু বাংলাদেশে টিকটকের কোনো লাইসেন্স না থাকায় তাদের আইনের আওতায় আনা যাচ্ছে না। ফলে এই প্রতিষ্ঠানটিকে আইনি কাঠামোর আওতায় আনার দাবি উঠেছে।
পদ্মা সেতুতে টিকটকারদের কুরুচিপূর্ণ আচরণ সারা দেশব্যাপী মানুষের মনে বিরূপ প্রভাব ফেলে।
সর্বশেষ মুন্সীগঞ্জের মুক্তারপুর সেতু থেকে দুই টিকটকারের ঝাঁপ দেওয়া ও একজনকে জীবিত ও অপরজনের লাশ উদ্ধার করা হয়েছে।
বাংলাদেশ মুঠোফোন গ্রাহক এসোসিয়েশন এর সভাপতি মহিউদ্দিন আহমদ জানান, এই প্রতিষ্ঠানটি বাংলাদেশ থেকে কয়েক হাজার কোটি টাকা রাজস্ব আয় করে অথচ সরকার এই প্ল্যাটফরম থেকে কোনো প্রকার রাজস্ব পায় না।
সম্প্রতি ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার টিকটক কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করেছেন।
বিশিষ্ট সমাজবিজ্ঞানী ও মনস্তত্ত্ববিদদের মতে, সামাজিক যোগাযোগ মাধ্যম এখন সামাজিক ব্যাধিতে পরিণত হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমের ব্যবহার মানুষকে দিন দিন সামাজিক পারিবারিক বন্ধন থেকে অনেক দূরে সরিয়ে দিচ্ছে। অতি দ্রুত এই ব্যাধি হতে মুক্ত হতে না পারলে পরবর্তী প্রজন্ম ধ্বংস হতে সেদিন বেশি দূরে নয় বলেও তারা মন্তব্য করেন।