নগরীর ধর্মপুরে ইয়াবা, গাঁজা ও অর্ধলক্ষাধিক টাকাসহ মাদক সম্রাজ্ঞী রোমানা আটক

বিশেষ  প্রতিনিধি।।

কুমিল্লা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উদ্যোগে সহকারী পরিচালক চৌধুরী ইমরুল হাসান এর নেতৃত্বে বিশেষ অভিযানে মাদক সম্রাজ্ঞী রোমানা আক্রান্ত (১৯) গ্রেফতার। গতকাল ২২ ফেব্রুয়ারী বিকেলে কোতয়ালী থানাধীন ধর্মপুর (শাহআলম মেম্বারের বাড়ী) থেকে রোমানা আক্তার (১৯) এর বসতঘরে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে টাস্কফোর্স সদস্যরা। এসময় ১৫৮পিস ইয়াবা, ১কেজি গাঁজা ও মাদক বিক্রির নগদ ৬৩০৫০ টাকা সহ রোমানা আক্তার (১৯) কে হাতে নাতে আটক করা হয়। সে দীর্ঘদিন ধরেই এলাকায় মাদক বাণিজ্য চালিয়ে আসছিলো বলে জানা গেছে। জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক চৌধুরী ইমরুল হাসান এর নেতৃত্বে বিশেষ এ অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক মোঃ মুরাদ হোসেন সহ অন্যান্য বিভাগীয় সদস্যগণ অংশগ্রহণ করেন। এছাড়াও কাস্টমস এর সহকারী রাজস্ব কর্মকর্তা, এনএসআই এর জুনিয়র ফিল্ড অফিসার ও জেলা পুলিশ সার্বিক ভাবে সহায়তা করেন।

এবিষয়ে আসামীর বিরুদ্ধে এসআই মোঃ মুরাদ হোসেন বাদী হয়ে একটি নিয়মিত মামলা দায়ের করেছেন বলে নিশ্চিত করেছে সহকারী পরিচালক চৌধুরী ইমরুল হাসান। সামাজিক অবক্ষয় রোধে মাদকের বিরুদ্ধে এমন অভিযান অব্যহত থাকবে বলেও জানান তিনি।

আরো পড়ুনঃ