সোহাইবুল ইসলাম সোহাগ।।
চোর দিনে দুপুরে বাসা-বাড়ির দরজা ভেঙে টাকা,স্বর্ণালঙ্কার সহ মোবাইল চুরি করে পালিয়ে যায়।এমন অভিযোগের ভিত্তিতে তথ্য প্রযুক্তির সাহায্যে সিসিটিভির ফুটেজ দেখে চোরকে সনাক্ত করা হয়।আসামি সালাউদ্দিন (৩০) নামের চোরকে শুক্রবার (৯ সেপ্টেম্বর) কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার জোড্ডাবাজার হতে আটক করে কুমিল্লা ইপিজেড পুলিশ ফাঁড়ি।
বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা ইপিজেড পুলিশ ফাঁড়ির আইসি মোহাম্মদ মোখলেছুর রহমান।আসামি সালাউদ্দিন কুমিল্লা নাঙ্গলকোট উপজেলার পুত্রশাল এলাকার রফিকুলের ছেলে।
জানা যায়,গত বুধবার কুমিল্লা নগরীর ইপিজেড সংলগ্ন ঢুলিপাড়া এলাকার উত্তর রসূলপুর আবদুল জলিল (৬০) এর বাসার দরজা ভেঙ্গে স্বর্ণালঙ্কার, টাকা,মোবাইল চুরি হয়।পরে আবদুল জলিল কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানায় অভিযোগ করেন।এমন অভিযোগের ভিত্তিতে ইপিজেড পুলিশ ফাঁড়ির আইসি মোহাম্মদ মোখলেছুর রহমান ও মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই সাজ্জাদ হোসেন চোরাইকৃত মালামাল উদ্ধার করে আসামিকে নাঙ্গলকোটের জোড্ডা বাজার হতে আটক করে।
ইপিজেড পুলিশ ফাঁড়ির আইসি মোহাম্মদ মোখলেছুর রহমান জানান,আসামি সালাউদ্দিন এই ঘটনার পূর্বেও দীর্ঘদিন যাবৎ শহরের বাসা বাড়িতে বিভিন্ন কৌশলে চুরি করতো।আসামিকে আজ বিজ্ঞ আদালত সোপর্দ করা হবে।